Road Accident In Maldah: মালদায় মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মৃত ৫, আহত ২

জানা গিয়েছে, আহত এবং নিহতদের প্রত্যেকের বয়স ২০ বছরের কম। তাঁরা প্রত্যেকেই মালদার কালিয়াচকের বাসিন্দা।

প্রতীকী ছবি

কলকাতাঃ শনিরাতে(Saturday Night) ভয়াবহ দুর্ঘটনা(Road Accident)। মালদার(Maldah) ইংরেজবাজার (English Bazar)থানার গৌড়বঙ্গ স্টেশন সংলগ্ন জাতীয় সড়কে(National Highway) লরিতে(Lorry) ধাক্কা মেরে উল্টে গেল গাড়ি(Car)। ঘটনাস্থলে মৃত্যু পাঁচজনের। বাকি দু'জনের অবস্থা আশঙ্কাজনক। মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে(Maldah Medical College Hospital) চিকিৎসাধীন তাঁরা। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে শনিবার রাতে। একটি জাইলো গাড়িতে চেপে কালিয়াচক থেকে মালদার দিকে আসছিলেন সাতজন। রাতের দিকে গৌড়বঙ্গ স্টেশন সংলগ্ন জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরিতে ধাক্কা মারে ওই জাইলো গাড়িটি । গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সাতজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। বাকি দুই যাত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে, আহত এবং নিহতদের প্রত্যেকের বয়স ২০ বছরের কম। তাঁরা প্রত্যেকেই মালদার কালিয়াচকের বাসিন্দা। স্বাভাবিকভাবেই এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া কালিয়াচক এলাকায়।

 



@endif