Road Accident At Barasat: ট্রাক্টরের সঙ্গে গাড়ির ধাক্কায় মৃত বারাসতের কাউন্সিলর

ভয়াবহ পথদুর্ঘটনায় (Road Accident) মৃত্যু হল বারাসত পুরসভার (Barasat Municipality) এক তৃণমূল কাউন্সিলরের। সঙ্গে ছিলেন তাঁর ভাইও। মৃত্যু হয়েছে তাঁরও। গতকাল রবিবার রাতে ঘটনাটি ঘটে। হুগলির শিয়াখালার দেশমুখো এলাকার অহল্যাবাঈ রোডে এই দুর্ঘটনায় হতচকিত সকলেই। গুরুতর জখম হয়েছেন গাড়ির চালক।

পথদুর্ঘটনা (প্রতীকি ছবি : ANI)

বারাসত, ১৭ ফেব্রুয়ারি: ভয়াবহ পথদুর্ঘটনায় (Road Accident) মৃত্যু হল বারাসত পুরসভার (Barasat Municipality) এক তৃণমূল কাউন্সিলরের। সঙ্গে ছিলেন তাঁর ভাইও। মৃত্যু হয়েছে তাঁরও। গতকাল রবিবার রাতে ঘটনাটি ঘটে। হুগলির শিয়াখালার দেশমুখো এলাকার অহল্যাবাঈ রোডে এই দুর্ঘটনায় হতচকিত সকলেই। গুরুতর জখম হয়েছেন গাড়ির চালক।

মৃত কাউন্সিলরের নাম প্রদ্যোৎ ভট্টাচার্য (Prodyout Bhattacharyya)। বয়স ৪৭। ভাই প্রণব ভট্টাচার্যের বয়স ৪০। বারাসত পুরসভার তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন প্রদ্যোৎবাবু। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সন্ধ্যায় গাড়ি করে অহল্যাবাঈ রোড ধরে আরামবাগের (Arambag) দিক থেকে ডানকুনির দিকে আসছিলেন প্রদ্যোৎ এবং প্রণববাবু। স্থানীয় সূত্রের খবর, স্ত্রী ও মেয়েকে নিয়ে বারাসতের নয়ন কানন এলাকায় থাকতেন প্রদ্যোৎবাবু। প্রণববাবুও তাঁদের সঙ্গেই থাকতেন। তাঁদের পৈতৃক বাড়ি বাঁকুড়ায় (Bankura)। সেখানে মা-বাবাকে দেখতে গিয়েছিলেন প্রদ্যোৎবাবু ও প্রণববাবু। তখনই ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িটি তীব্র গতিতে চলছিল। দেশমুখো এলাকায় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক্টরের পিছনে সেটি সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় গাড়িটির সামনের ডান দিকের অংশ ট্রাক্টরের মধ্যে ঢুকে যায়। ঘটনা স্থলেই মারা যান দুজনেই। স্থানীয় বাসিন্দারাই প্রথমে উদ্ধারকাজ শুরু করেন। খবর পেয়ে চণ্ডীতলা থানার পুলিশ আসে। প্রদ্যোৎবাবু, প্রণববাবু এবং গাড়িচালক দেবকুমার দে-কে উদ্ধার করে চণ্ডীতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কাউন্সিলরকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। কিছুক্ষণের মধ্যে প্রণববাবুও মারা যান। পরে দেবকুমারকে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আরও পড়ুন: Farakka Barrage Accident: ফারাক্কা ব্যারেজের নির্মীয়মাণ সেতু ভেঙে মৃত ৩

আনন্দবাজার পত্রিকার খবর অনুযায়ী, এ দিন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বারাসত পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, জেলা তৃণমূল সভাপতি দিলীপ যাদব, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায়-সহ দলের আধিকারিকেরা। মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়।