Riya Kumari Murder: বাগনানে ঝাড়খণ্ডের অভিনেত্রী রিয়া কুমারী খুনে ধৃত তাঁর স্বামী, আজ পেশ করা হবে আদালতে
প্রকাশের প্রথম পক্ষের স্ত্রী ও আরও দুই আত্মীয়ের বিরুদ্ধেও অভিযোগ জানিয়েছে রিয়ার পরিবার। প্রশ্ন উঠছে, ছিনতাইয়ের ঘটনাকে সামনে রেখে কি পূর্ব পরিকল্পিতভাবে রিয়াকে খুনের ছক কষা হয়েছিল? সেই উত্তরই খুঁজছে পুলিশ।
বুধবার ভোরে ঝাড়খণ্ড থেকে কলকাতায় আসার সময় খুন হন রিয়া কুমারি। আড়াই বছরের শিশুকন্যা এবং স্বামী প্রকাশ কুমারের সঙ্গে নিজেদের গাড়িতে চেপে আসছিলেন রিয়া ওরফে ইশা আলিয়া। আজ সেই খুনের তদন্তে নিহত অভিনেত্রীর স্বামী প্রকাশ কুমারকে গ্রেফতার করল পুলিশ। সূত্রের খবর, দীর্ঘ জিজ্ঞাসাবাদে প্রকাশের বয়ানে অসঙ্গতি মেলায় তাকে গ্রেফতার করা হয়। আজই তাঁকে আদালতে পেশ করা হবে বলে জানান হাওড়া রুরাল এর পুলিশ সুপার স্বাতী বাঙালিয়া।
জানা গেছে রিয়া কুমারী ছিলেন প্রকাশের দ্বিতীয় পক্ষের স্ত্রী। 'আগেও বেশ কয়েকবার রিয়াকে খুনের হুমকি দেন প্রকাশ। রিয়াকে মারধরও করতেন প্রকাশ, এমনটাই অভিযোগ রিয়ার পরিবারের।
প্রকাশের প্রথম পক্ষের স্ত্রী ও আরও দুই আত্মীয়ের বিরুদ্ধেও অভিযোগ জানিয়েছে রিয়ার পরিবার। প্রশ্ন উঠছে, ছিনতাইয়ের ঘটনাকে সামনে রেখে কি পূর্ব পরিকল্পিতভাবে রিয়াকে খুনের ছক কষা হয়েছিল? সেই উত্তরই খুঁজছে পুলিশ।
ময়নাতদন্ত ছাড়াও বাগনানে খুন হওয়া ঝাড়খণ্ডের অভিনেত্রীর দেহের ফরেন্সিক পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেহ থেকে নমুনা সংগ্রহ করবে ফরেন্সিক টিম। পুলিশ সূত্রের খবর, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করায় রিয়ার মাথায় গভীর ক্ষত রয়েছে। সেখানে গান পাউডার লেগে রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। খুনের আগে ধস্তাধস্তি হলে, রিয়ার নখে তার কোনও চিহ্ন রয়েছে কি না, তাও খতিয়ে দেখবে ফরেন্সিক দল। গতকাল রিয়ার স্বামী প্রকাশ কুমারের ডানহাতের গান শট রেসিডিউ (Gun Shot Residue) সংগ্রহ করা হয়। প্রকাশই গুলি চালিয়েছিলেন কি না, তা জানতেই এই পরীক্ষা করা হচ্ছে।