Ritabrata Banerjee: জহর সরকারের পরিবর্তে ঋতব্রত বন্দ্যোপাধ্য়ায়কে রাজ্যসভায় ফেরাচ্ছে তৃণমূল, তাত্ত্বিক প্রাক্তন সিপিএম নেতাতেই আস্থা দিদির

আগে সিপিএমের হয়ে রাজ্যসভায় গিয়েছিলেন, এবার বসবেন তৃণমূলের হয়ে সেই রাজ্যসভাতেই। জহর সরকারের পরিবর্তে প্রাক্তন সিপিআই (এম) নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্য়ায়-কে রাজ্যসভায় পাঠাচ্ছে তৃণমূল।

Ritabrata Banerjee. (Photo Credits: X)

কলকাতা, ৭ ডিসেম্বর: Ritabrata Banerjee nominated as Rajya Sabha MP Candidate:  আগে সিপিএমের হয়ে রাজ্যসভায় গিয়েছিলেন, এবার বসবেন তৃণমূলের হয়ে সেই রাজ্যসভাতেই। জহর সরকারের পরিবর্তে প্রাক্তন সিপিআই (এম) নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্য়ায়-কে রাজ্যসভায় পাঠাচ্ছে তৃণমূল। আরজি কর কাণ্ডের সময় দলকে বিড়ম্বনায় ফেলে রাজ্যসভা থেকে পদত্যাগ করেছিলেন জহর সরকার। তাঁর ছেড়ে যাওয়া আসনে দলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র রাজ্য সভাপতি ৪৬ বছরের ঋতব্রত-কে রাজ্যসভার জন্য মনোনীত করলেন তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে সিপিএমের হয়ে রাজ্যসভায় গিয়েছিলেন ঋতব্রত। যৌন কেলেঙ্কারিতে জড়িত ও দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে সিপিআইএম থেকে যখন তিনি বহিষ্কৃত হন তখনও ঋতব্রত রাজ্যসভার সাংসদ চিলেন। এরপর দলবদলে তৃণমূলে এসেছিলেন। ডুয়ার্স ও তরাইয়ে চা শ্রমিকদের পাশে দাঁড়িয়ে দলের সংগঠনকে মজবুত করার পুরস্কার পেলেন ঋতব্রত।

রক্তে বাম রাজনীতি থেকে মাঠে পরিশ্রমের ক্ষমতা আর অভিষেক ঘনিষ্ঠ হওয়ার সুবাদে তৃণমূলের স্বাধীনভাবে কাজ করতে পারার সুযোগটা দু হাতে কাজে লাগালেন ঋত। আাগমী ২০ ডিসেম্বর রাজ্যসভার এই আসনে হবে উপ নির্বাচন। বাংলার ১৬টি আসনের মধ্যে শুধু এই আসনটিই খালি রয়েছে। ঋতব্রতর জয় নিয়ে কোনও সংশয় নেই। বাংলা থেকে রাজ্যসভায় তৃণমূলের ১৩তম সাংসদ পাওয়া সময়ের অপেক্ষা বলেই মনে রা হচ্ছে।

দলনেত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়-কে এভাবেই ধন্।বাদ জানালেন ঋতব্রত

এক সময় তিনি ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্যের প্রিয় ছাত্রনেতা,এখন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেকের অত্যন্ত ঘনিষ্ঠ। সংসদের উচ্চকক্ষে বিজেপিকে বেকাদায় ফেলতে ঋতব্রত-র শিক্ষা ও জ্ঞানকে কাজে লাগাতে চান দিদি।

সাউথ পয়েন্ট স্কুলের ছাত্র ঋতব্রত আশুতোষ কলেজ থেকে বিএ পাশ করেন। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে এমএ পাশ করেন। সুবক্তা হিসেবে রাজনীতিতে নাম করে ছাত্র নেতা হিসেবে সিপিএমে নিজের ভাল স্থান তৈরি করেন। কিন্তু যৌন কেলেঙ্কারিতে জড়িয়ে শেষ অবধি ২০১৭ সালে সিপিএম থেকে বহিষ্কৃত হন ঋতব্রত। এরপর সবাইকে চমকে এক সময়ের প্রবল প্রতিপক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে তৃণমূলে যান ঋতব্রত। কাস্তে হাতুড়ি ছেড়ে জোড়া ফুলে গিয়ে শ্রমিক নেতা হিসেবে নিজের আসন মজবুত করেন।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now