RG Kar Rape case: আর জি কর কাণ্ডে মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট করাতে প্রেসিডেন্সি জেলে সিবিআই আধিকারিকরা
গতকাল,শনিবার আর জি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষসহ চার ডাক্তারি পড়ুয়া এবং সঞ্জয় ঘনিষ্ঠ এক সিভিক ভলেন্টিয়াররে পলিগ্রাফ টেস্ট হয়েছে।
কলকাতাঃ রবিবার সকাল থেকেই অ্যাকশন মুডে সিবিআই(CBI)। সাত সকাল থেকে বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। শহর এবং জেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে সিবিআই-এর দল। চলছে জেরা। এরই মাঝে রবিবার বেলায় প্রেসিডেন্সি জেলে(Presidency Jail) পৌঁছে গেল সিবিআই-এর একটি বিশেষ দল। সেখানেই রয়েছে আর জি কর কাণ্ডের(R G Kar Rape Case) মূল অভিযুক্ত সঞ্জয় রায়(Sanjay Roy)। আজ, প্রেসিডেন্সি জেল হাসপাতালেই তার পলিগ্রাফ টেস্ট( Polygraph Test ) হবে। মূলত সেই কারণেই প্রেসিডেন্সি জেলে পৌঁছেছেন সিবিআই-এর মেডিক্যাল টিম। গতকাল,শনিবার আর জি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষসহ চার ডাক্তারি পড়ুয়া এবং সঞ্জয় ঘনিষ্ঠ এক সিভিক ভলেন্টিয়াররে পলিগ্রাফ টেস্ট হয়েছে। অন্যদিকে, আজ রিবিবার সকাল ৬ টা বেজে ৪৫ মিনিট নাগাদ আর জি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে হানা দেয় সিবিআই। কলিং বেল বাজিয়েও সন্দীপের সাড়া মেলেনি প্রথমে। ফোনেরও উত্তর দেননি তিনি। এরপর প্রায় সোওয়া এক ঘণ্টা পর দরজা খোলেন প্রাক্তন অধ্যক্ষ। পাঁচ ঘণ্টা অতিক্রান্ত প্রিন্সিপালের বাড়ির ভিতরেই রয়েছেন সিবিআই কর্তারা।
প্রেসিডেন্সি জেলে পৌঁছলেন সিবিআই কর্তারা