Kolkata Doctor Rape-Murder Protest: আরজি কর কাণ্ডে প্রতিবাদে একসুর মোহনবাগান-ইস্টবেঙ্গল সমর্থকদের, পথে নামলেন AIFF প্রেসিডেন্ট কল্যাণ চৌবেও
আরজি কর কাণ্ডে বিচারের দাবিতে এক যোগে প্রতিবাদে নামল রাজ্যের ফুটবল সমর্থকরা। ফুটবল মাঠের প্রতিপক্ষ হওয়ার কথা দূরে রেখে মোহনবাগান-ইস্টবেঙ্গল সমর্থকরা কাঁধে কাঁধে মিলিয়ে আরজি করে খুন ও ধর্ষণ কাণ্ড ও শহরে ডার্বি বাতিলের প্রতিবাদ করলেন।
কলকাতা, ১৮ অগাস্ট: আরজি কর কাণ্ডে এক যোগে প্রতিবাদে নামল রাজ্যের ফুটবল সমর্থকরা। ফুটবল মাঠের প্রতিপক্ষ হওয়ার কথা দূরে রেখে মোহনবাগান (Mohun Bagan)-ইস্টবেঙ্গল (East Bengal) সমর্থকরা কাঁধে কাঁধে মিলিয়ে আরজি করে খুন ও ধর্ষণ কাণ্ডের প্রতিবাদ করলেন। সবুজ-মেরুন, লাল-হলুদ সমর্থকদের প্রতিবাদে গর্জে উঠল শহর।
নিহত তরুণী ও তাঁর পরিবারের ন্যায়বিচারের দাবি জানিয়ে যুবভারতী ক্রীড়াঙ্গনের বিক্ষোভ মিছিলে নামে দুই দলের সমর্থকেরা। তাঁদের আটকে গোটা এলাকা কার্যত ঘিরে ফেলে বিশাল পুলিশবাহিনী। বিক্ষোভকারীদের হটাতে লাঠিচার্জ করে পুলিশ। আর তাতেই আহত হন দুই দলের একাধিক সমর্থক। এমনকী বেশ কয়েকজনকে আটক করে বলেও জানা যায়।
দেখুন খবরটি
দেখুন খবরটি
এই প্রতিবাদে সামিল হলেন সর্বভারতীয় ফুটবল সংস্থার (IAFF) সভাপতি তথা বিজেপি নেতা কল্যাণ চৌবে। শেষে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করা হয়। প্রাথমিক ভাবে আন্দোলনকারীদের হটানো গেলেও বেলেঘাটা মোড়, যুবভারতীর ভিআইপি গেটের সামনে, বেঙ্গল কেমিকাল চত্বরে দফায় দফায় বিক্ষোভকারীরা জমায়েত করেন।