RG Kar Protest:'বৈঠক হতাশাজনক, আন্দোলন চলবে' নবান্ন থেকে বেরিয়ে জানালেন জুনিয়র ডাক্তাররা
বুধবার ফের দু'পক্ষের মধ্যে মেইল চালাচালি হয়। পরবর্তীতে জুনিয়র ডাক্তারদের নবান্নে ডেকে পাঠানো হয় বৈঠকের জন্য। নবান্নের বৈঠকে কী আলোচনা হল সেই দিকে তাকিয়ে ছিল গোটা রাজ্য।
নয়াদিল্লিঃ দ্বিতীয় দফার বৈঠকেও কাটল না জট। উঠছে না কর্মবিরতি, বুধ রাতে নবান্ন(Nabanna) থেকে বেরিয়ে জানিয়ে দিলেন জুনিয়র চিকিৎসকেরা(Junior Doctors)। সোমবারের পর ফের বুধবার মুখ্যসচিব মনোজ পন্থের সঙ্গে বৈঠকে বসেছিলেন জুনিয়র ডাক্তাররা। শুরু থেকেই মোট পাঁচ দফ দাবিতে অনড় ছিলেন তাঁরা। এই সব দাবিদাওয়া না মানা হলে আন্দোলন(Protest) আরও তীব্রতর হবে তাও আগেই জানিয়ে দেওয়া হয়েছিল তাঁদের তরফে। প্রথম বৈঠকে জুনিয়র চিকিৎসকদের বেশ কয়েকটি দাবি মানা হয়। তবে মানা হয়নি শেষ দু'টি দাবি। এরপরপই বুধবার ফের দু'পক্ষের মধ্যে মেইল চালাচালি হয়। পরবর্তীতে জুনিয়র ডাক্তারদের নবান্নে ডেকে পাঠানো হয় বৈঠকের জন্য। নবান্নের বৈঠকে কী আলোচনা হল সেই দিকে তাকিয়ে ছিল গোটা রাজ্য। তবে নবান্নে মুখ্যসচিবের সঙ্গে বৈঠক একেবারেই ফলপ্রসূ না হওয়ায় মিনিটসে সই না করেই বেরিয়ে আসেন তাঁরা। প্রথম বৈঠকে সিপি, ডিসি নর্থ, স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হলেও মেডিক্যাল কলেজগুলিতে থ্রেট কালচার এবং হাসপাতালে নিরাপত্তার বিষয়টির সুরাহা মেলেনি। সেই মর্মেই ফের বৈঠকে বসার আর্জি জানান জুনিয়ির ডাক্তাররা। বুধের বৈঠকে ছাত্র সংসদ নির্বাচন, আরডিএ গঠনে নির্বাচন নিয়ে আশ্বাস মিললেও মিনিটসে তার উল্লেখ না থাকায় কার্যবিবরণীতে সই না করেই নবান্ন থেকে বেরিয়ে আসেন জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দল। কার্যত হতাশ মুখ নিয়ে তাঁরা বলেন, "আজকের আলোচনা হতাশাজনক। কেন স্বচ্ছতার প্রশ্নে লাইভ স্ট্রিমিংয়ের দাবি জানিয়ে ছিলাম আমরা তা আজ স্পষ্ট হয়ে গেল। আমরা কিছুটা হলেও ভরসা হারিয়েছি। এরপরই আন্দোলনকারীরা জানিয়ে দেন, পঞ্চম দফা দাবি কার্যকর না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে। শেষে জুনিয়র ডাক্তাররা বলেন, "আমাদের দাবি নিয়ে সুস্পষ্ট নির্দেশিকা ইমেল করে জানানো হবে বলে জানিয়েছেন মুখ্যসচিব।"
'আন্দোলন চলবে' নবান্ন থেকে বেরিয়ে জানালেন জুনিয়র ডাক্তাররা