RG Kar Medical College Rape Incident: এক বছর আগে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে আবারও জনবিক্ষোভের ঢেউ, তিলোত্তমার বিচার চেয়ে রাস্তায় নাগরিকরা
কলকাতার আর.জি. কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এক বছর আগে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে আবারও জনবিক্ষোভের ঢেউ উঠেছে। গত বছর ৯ই আগস্ট এক তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুন করা হয়, যার প্রতিবাদে গোটা রাজ্যে আলোড়ন সৃষ্টি হয়েছিল। এই ঘটনার তদন্তের ভার প্রথমে কলকাতা পুলিশ এবং পরে সিবিআই-কে দেওয়া হয়। সিবিআই তদন্তের পর শুধুমাত্র এক সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়-কেই অভিযুক্ত হিসেবে চিহ্নিত করে। আদালত সঞ্জয়কে যাবজ্জীবন কারাদণ্ড দিলেও, নিহত চিকিৎসকের পরিবার এবং আন্দোলনকারী সংগঠনগুলি মনে করে এর পিছনে আরও বড় ষড়যন্ত্র রয়েছে।
ঘটনার এক বছর পূর্তিতে বিভিন্ন চিকিৎসক সংগঠন, নাগরিক সমাজ ও নিহত চিকিৎসকের পরিবার আবারও সুবিচারের দাবিতে সরব হয়েছে। তাদের দাবি, শুধুমাত্র একজন ব্যক্তিকে শাস্তি দিলেই চলবে না, এই অপরাধের নেপথ্যে থাকা সমস্ত দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তি দিতে হবে।
তিলোত্তমার ধর্ষণ ও নৃশংস হত্যার ঘটনায় সুবিচার, ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে West Bengal Junior Doctors' Front আজ রাত ৯ টায় কলকাতার কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত মশাল মিছিল করবে। এরপর মধ্যরাত ১২ টা থেকে আগামীকাল ৯ আগস্ট ভোর পর্যন্ত কলকাতার শ্যামবাজার মোড়ে সারারাতব্যাপী প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করেছে। এছাড়া, আগামীকাল সন্ধ্যা ৬ টায় আর জি কর মেডিক্যাল কলেজে ক্রাই অফ দি আওয়ার এর সামনে কলেজ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ও সাধারণ মানুষের প্রতিবাদী জমায়েত অনুষ্ঠিত হবে।
অভয়া নেতাজি নগরের পক্ষে আজ সন্ধ্যা ৬ টায় একটি প্রতিবাদী সমাবেশ ও মানব বন্ধনের আয়োজন করা হয়েছে। এই সমাবেশে অভয়া মঞ্চের পক্ষে ডাক্তার পূণ্যব্রত গুণ, ডাক্তার তমনাশ চৌধুরী, মনীষা আদক West Bengal Junior Doctors' Front এর পক্ষে ডাক্তার সিগ্ধা হাজরা, ডাক্তার দেবাশীষ হালদার, ডাক্তার আসফাকুল্লা নাইয়া , আইনজীবি সব্যসাচী চ্যাটার্জি, পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় সহ বহু বিশিষ্ট জনেরা উপস্থিত থাকবেন।
আগামীকাল ৯ আগস্ট অভয়া হত্যার প্রথম বর্ষপূর্তিতে অভয়া মঞ্চ ' কালীঘাট চলো ' অভিযানের ডাক দিয়েছে। এছাড়া কোন রকম রাজনৈতিক পতাকা ছাড়া নবান্ন অভিযানের মতো পদক্ষেপও হতে চলেছে। এই আন্দোলনগুলো একদিকে যেমন নিহত চিকিৎসকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছে, তেমনি রাজ্যের নারী সুরক্ষা ও স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থার নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)