RG Kar Incident: আরজি করে চিকিৎসক মৃত্যুর ঘটনায় অপরাধীর ফাঁসির দাবি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
তিনি এও জানান, আন্দোলনকারী ছাত্রছাত্রীদের জন্যে পুলিশের তদন্তে আস্থা না থাকলে তাহলে তাঁরা যে কোন তদন্তকারী সংস্থার কাছে যেতে পারেন। সরকারের তাতে কোন আপত্তি নেই।
আরজি কর হাসপাতালে (RG Kar Incident) তরুণী চিকিৎসকের নৃশংস খুনের ঘটনায় অপরাধীকে ফাঁসি দেওয়া হোক, এই অপরাধের কোন ক্ষমা নেই। বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি এও জানান, আন্দোলনকারী ছাত্রছাত্রীদের জন্যে পুলিশের তদন্তে আস্থা না থাকলে তাহলে তাঁরা যে কোন তদন্তকারী সংস্থার কাছে যেতে পারেন। সরকারের তাতে কোন আপত্তি নেই। কারণ সরকার চায় এই ঘটনার সঠিক বিচার হোক।
এবিপি আনন্দকে দেওয়া টেলিফোন সাক্ষাৎকারে চিকিৎসক মৃত্যুর ঘটনার চরম নিন্দা করে মুখ্যমন্ত্রী বললেন, 'আরজি করে তরুণী চিকিৎসক মৃত্যুর ঘটনা খুবই অমানবিক। ন্যক্কারজনক। নৃশংস। মনে হচ্ছে আমার পরিবারের কেউ হারিয়ে গিয়েছে। এই ধরণের ঘটনাকে আমরা কখনই সমর্থক করতে পারি না। জুনিয়ার চিকিৎসকেরা যে ক্ষোভ দেখাচ্ছে তা সম্মত বলেই আমি মনে করি। তাঁদের প্রতিটা দাবির সঙ্গে আমি সহমত'। এরপরেই ক্ষুব্ধ মমতা বললেন, 'প্রশাসনকে আমি নির্দেশ দিয়েছি, ফাস্টট্র্যাক আদালতে এই মামলা তুলতে। প্রয়োজন হলে ফাঁসির আবেদন জানাতে। যে এই কাণ্ড ঘটিয়েছে তার কোন ক্ষমা হতে পারে না'।
তরুণী চিকিৎসকের নির্মম মৃত্যু ঘিরে উত্তাল আরজি কর হাসপাতাল (RG Kar Hospital) চত্বর। শুক্রবার আর জি কর হাসপাতালের জরুরি বিভাগের চার তলার সেমিনার রুম থেকে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়। ময়নাতদন্তের রিপোর্টে দেখা যায়, মৃতার মুখ, পেট, ঠোঁট, গলা, যৌনাঙ্গে ক্ষত রয়েছে। খুনের মামালা রজু করে তদন্ত শুরু করে লালবাজার। তদন্তের জন্যে গঠন করা হয় বিশেষ তদন্তকারী দলও (সিট)। হাসপাতালের সিসিটিভি ফুটেজ দেখে ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে গ্রেফতার হওয়া ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। খুনের পর এবার ধর্ষণের মামলাও রজু করল পুলিশ।
হাসপাতালের চিকিৎসকদের নিরাপত্তা এবং ঘটনার বিশদ তদন্তের দাবি জানিয়ে কর্মবিরতির ডাক দিয়েছে চিকিৎসকদের একাংশ। আর জি করের পাশাপাশি রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালের চিকিৎসকেরা বিক্ষোভ প্রদর্শন করছে। জমায়েত করে তাঁরা স্লোগান দিচ্ছে, 'বিচার চাই'।