IPL Auction 2025 Live

RG Kar Incident: খুনের পর ধর্ষণের মামলা রজু, আরজি করের সিসিটিভি দেখে প্রথম গ্রেফতার, কী বললেন তৃণমূল বিধায়ক সৌগত রায়?

হাসপাতালের সিসিটিভি ফুটেজ দেখে ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে গ্রেফতার হওয়া ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। খুনের পর এবার ধর্ষণের মামলাও রজু করল পুলিশ।

Saugata Roy (Photo Credits: ANI)

RG Kar Incident: আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের রহস্য মৃত্যু ঘিরে রাজ্য রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার হাসপাতালের জরুরি বিভাগের চার তলার সেমিনার রুম থেকে ওই তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়। ময়নাতদন্তের রিপোর্টে দেখা যায়, মৃতার মুখ, পেট, ঠোঁট, গলা, যৌনাঙ্গে ক্ষত রয়েছে। খুনের মামালা রজু করে তদন্ত শুরু করে লালবাজার। তদন্তের জন্যে গঠন করা হয় বিশেষ তদন্তকারী দলও (সিট)। হাসপাতালের সিসিটিভি ফুটেজ দেখে ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে গ্রেফতার হওয়া ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। খুনের পর এবার ধর্ষণের মামলাও রজু করল পুলিশ।

তরুণী চিকিৎসকের এমন নির্মম মৃত্যুতে ঘিরে উত্তাল আরজি কর হাসপাতাল চত্বর। প্রতিবাদে কর্মবিরতির ডাক দিয়েছে হাসপাতালের চিকিৎসকদের একাংশ। চিকিৎসক মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের অধীনে তদন্ত, চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করা সহ বেশ কিছু দাবি জানিয়ে কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। শনিবার সকাল থেকে অনেক চিকিৎসকই কাজে যোগ দেননি। তবে খোলে রয়েছে জরুরি বিভাগ।

কী বললেন তৃণমূল বিধায়ক, দেখুন... 

তরুণী চিকিৎসক মৃত্যুর ঘটনায় হাসপাতালে গিয়েছে তৃণমূল, বিজেপির নেতৃত্বরা। বাম ছাত্র সংগঠন শুক্রবার রাত পর্যন্ত হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখা। দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায় (Saugata Roy) গোটা বিষয়টিকে 'অত্যন্ত নিন্দনীয়' এবং 'দুঃখজনক ঘটনা' বলে ব্যাখা করলেন। তিনি আরও বললেন, 'সমস্ত কাগজপত্র আমি দেখেছি। বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের অধীনে তদন্ত শুরু হয়েছে। এরপর আশা করছি অপরাধী শীঘ্রই ধরা পড়বে'।