RG Kar Hospital: আরজি কর-কাণ্ডে 'মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে' স্বাস্থ্য ভবন অভিযান বিজেপির, আটক শুভেন্দু

পুলিশের ব্যারিকেড ভেঙে বিজেপি নেতারা যখন স্বাস্থ্য ভবনের দিকে এগোতে শুরু করেন, সেই সময় শুভেন্দু অধিকারী এবং অগ্নিমিত্রা পালদের রাস্তা আটকানো হয়। এরপর শুভেন্দু অধিকারী এবং অগ্নিমিত্রা পালদের আটক করা হয়।

BJP's Protest (Photo Credit: ANI/X)

কলকাতা, ২২ অগাস্ট: আরজি কর-কাণ্ডে বৃহস্পতিবার ফের প্রতিবাদে নামে বিজেপি। আরজি-করের ঘটনায় মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেন বিজেপি নেতৃত্ব। মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে স্বাস্থ্য ভবন অভিযান শুরু করেন শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পালরা। পুলিশের ব্যারিকেড ভেঙে বিজেপি নেতারা যখন স্বাস্থ্য ভবনের দিকে এগোতে শুরু করেন, সেই সময় শুভেন্দু অধিকারী এবং অগ্নিমিত্রা পালদের রাস্তা আটকানো হয়। এরপর শুভেন্দু অধিকারী এবং অগ্নিমিত্রা পালদের আটক করা হয়।

আরও পড়ুন: RG Kar Hospital: Supreme Court-এর ডাকে সাড়া দিয়ে ১১ দিনের কর্ম বিরতিতে ইতি টানলেন দিল্লি AIIMS-এর চিকিৎকরা

বিজেপির স্বাস্থ্য ভবন অভিযানে কী হয় দেখুন...

 

মুখ্যমন্ত্রীর পদত্যাগই একমাত্র দাবি। স্বাস্থ্য ভবন অভিযানে নেমে এমন মন্তব্য করেন অগ্নিমিত্রা পাল। শুনুন কী বললেন বিজেপি নেত্রী...

 

কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, আরজি করের ঘটনায় প্রমাণিত রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে। মুখ্যমন্ত্রী নিজেই পুলিশমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী। সেই কারণে তিনি ইস্তফা দিন বলে দাবি করেন সুকান্ত।

আরজি কর-কাণ্ডের প্রতিবাদে বসে সুকান্ত মজুমদার কী বললেন শুনুন...