RG Kar Hospital: Sanjay Roy 'বিকৃত, পশুর প্রবৃতিযুক্ত পর্নোগ্রাফিতে আসক্ত মানুষ', বিস্ফোরক তথ্য আরজি কর-কাণ্ডের অভিযুক্তর বিরুদ্ধে

আরজি কর-কাণ্ডের পর গোটা দেশে জুড়ে যে রাগ, ক্ষোভ মানুষের পুঞ্জীভূত হচ্ছে এবং বিক্ষোভ শুরু হয়েছে, তার জন্য সঞ্জয় রায়ের কোনও অনুশোচনা নেই। কোনও ধরনের জড়তা ছাড়াই ৯ অগাস্ট রাতের ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ সঞ্জয় রায় সিবিআই আধিকারিকদের দিচ্ছেন বলে খবর।

Sanjay Roy (Photo Credit: X)

কলকাতা, ২৩ অগাস্ট: আরজি কর (RG Kar) হাসপাতালে চিকিৎসক ধর্ষণ, খুন (Kolkata Doctor Death) মামলায় সঞ্জয় রায়কে (Sanjay Roy) গ্রেফতার করা হয়েছে। সঞ্জয় রায়ের গ্রেফতারির পর এবার তাকে জোরদার জেরা শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (CBI)। জেরার মাঝে সঞ্জয় রায়কে নিয়ে বিস্ফোরক তথ্য প্রকাশ করলেন সিবিআইয়ের এক আধিকারিক। তিনি বলেন, সঞ্জয় রায় অত্যন্ত বিকৃত মানসিকতার একজন মানুষ। শুধু তাই নয়, সঞ্জয় রায় পর্নোগ্রাফিতে অত্যাধিক আসক্ত বলেও কেন্দ্রীয় তদন্তকারী অফিসার জানান। সঞ্জয় রায়ের পশুর মত প্রবৃত্তি রয়েছে বলেও সিবিআইয়ের আধিকারিক জানান বলে খবর। সবকিছু  মিলিয়ে যত দিন গড়াচ্ছে, সঞ্জয় রায় সম্পর্কে একাধিক বিস্ফোরক তথ্য উঠে আসছে সিবিআই আধিকারিকদের প্রকাশ করা তথ্য অনুয়ায়ী।

আরজি কর-কাণ্ডের পর গোটা দেশে জুড়ে যে রাগ, ক্ষোভ মানুষের পুঞ্জীভূত হচ্ছে এবং বিক্ষোভ শুরু হয়েছে, তার জন্য সঞ্জয় রায়ের কোনও অনুশোচনা নেই। কোনও ধরনের জড়তা ছাড়াই ৯ অগাস্ট রাতের ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ সঞ্জয় রায় সিবিআই আধিকারিকদের দিচ্ছেন বলে খবর। আরজি করের ঘটনার পর জেরার সময় সঞ্জয় রায়ের দুঃখ, অনুতাপ, অনুশোচনা কিছুই চোখে পড়েনি বলে সিবিআই সূত্রে খবর।

গত ৯ অগাস্ট আরজি কর হাসপাতালে এক তরুণী চিকিৎসককে পাশবিকভাবে ধর্ষণের পর খুন করা হয়। যার জেরে উত্তাল হয়ে উঠতে শুরু করে রাজ্য-সহ গোটা দেশ। আরজি কর-কাণ্ডের প্রতিবাদে সাধারণ মানুষ থেকে শিল্পী মহল, প্রত্যেকে প্রতিবাদে মুখর হয়ে রাস্তায় নামেন।



@endif