RG Kar Hospital Case: 'চিকিৎসা পেশার প্রতি অসম্মান', Sandip Ghosh-এ সদস্যপদ প্রত্যাহার করল IMA

আইএমএ-র তরফে আরও জানানো হয়, সংগঠনের জাতীয় সভাপতি নির্যাতিতার বাবা-মায়ের সঙ্গে দেখা করেছেন। নির্যাতিতা চিকিৎসকের বাবা এবং মা সন্দীপ ঘোষের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।

Sandip Ghosh (Photo Credit: X/PTI)

কলকাতা, ২৮ অগাস্ট:  এবার সন্দীপ ঘোষের (Sandip Ghosh) সদস্যপদ প্রত্যাহার করল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (IMA)। আরজি কর হাসপাতালে (RG Kar Hospital)  চিকিৎসককে ধর্ষণ, খুনের মামলায় (Kolkata Doctor Death) যেমন সেখানকার তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠতে শুরু করে, তেমনি তাঁর বিরুদ্ধে আর্থিক অনিয়ম এবং ত্রুটির অভিযোগও ওঠে। ফলে সন্দীপ ঘোষের বিরুদ্ধে সিবিআইয়ের পাশাপাশি রাজ্য সরকারের এসআইটি-ও তদন্ত শুরু করেছে। সেই কারণে এবার আরজি করের প্রাক্তন অধ্যক্ষর সদস্য পদ আইএমএ প্রত্যাহার করেছে বলে জানা যাচ্ছে।

এ বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করে আইএমএ জানায়,  'ন্যাশনাল প্রেসিডেন্ট ডঃ আরভি অশোকনের মাধ্যমে গঠিত শৃঙ্খলা কমিটি  সন্দীপ ঘোষের সদস্যপদ প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে।'

আইএমএ-র তরফে আরও জানানো হয়, সংগঠনের জাতীয় সভাপতি নির্যাতিতার বাবা-মায়ের সঙ্গে দেখা করেছেন। নির্যাতিতা চিকিৎসকের বাবা এবং মা সন্দীপ ঘোষের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। ফলে নির্যাতিতার বাবা, মায়ের সঙ্গে ব্যবহারের ক্ষেত্রে সন্দীপ ঘোষের অসহিষ্ণুতা প্রকাশ পায় বলেও অভিযোগ করা হয় আইএমএ-র তরফে। সেই সঙ্গে সন্দীপ ঘোষ চিকিৎসা পেশার প্রতি অসম্মান প্রকাশ করেছেন বলেও বিবৃতি প্রকাশ করা হয় ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের তরফে।

গত ৯ অগাস্ট রাতে আরজি করে চেস্ট মেডিসিনের সেমিনার রুমে এক চিকিৎসকের উপর  নারকীয় অত্যাচার করা হয়। প্রথমে ধর্ষণ, পরে খুন করা হয় ওই মহিলা চিকিৎসককে। যে ঘটনা প্রকাশ্যে আসতেই রাজ্যের সঙ্গে গোটা দেশ উত্তাল হয়ে ওঠে।