RG Kar Corruption: আরজি করে আর্থিক দুর্নীতি তদন্তে ফরেন্সিক শিক্ষক দেবাশিস সোমের বাড়িতে হানা, নিজাম প্যালেসে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ

রবিবার সকালে দেবাশিসের কেষ্টপুরের বাড়িতে তল্লাশিতে যায় তদন্তকারী দল। দুপুর অবধি তাঁর বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে বিকেল ৪টে নাগাদ দেবাশিসকে নিয়ে নিজাম প্যালেসের উদ্দেশ্যে রওনা দেয় সিবিআই। নিজাম প্যালেসে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আরজি করের ফরেন্সিক শিক্ষক তথা সন্দীপ ঘনিষ্ঠকে।

CBI (Photo Credits: ANI)

শিক্ষা, চাকরির পর এবার স্বাস্থ্য। দুর্নীতিতে জর্জরিত রাজ্যবাসীর কাছে আর্থিক অনিয়মের অভিযোগ যেন গা সওয়া। আরজি কর হাসপাতালে আর্থিক দুর্নীতির অভিযোগে (RG Kar Financial Corruption Case) হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ (Sandip Ghosh) ঘোষের বিরুদ্ধে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে সিবিআই (CBI)। রবিবার সাত সকালে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে সন্দীপের বাড়িতে হানা দেয় এক দল তদন্তকারী অফিসার। তবে কেবল সন্দীপই নয়, আরজি করের আর্থিক অনিয়মের তদন্তে এদিন একযোগে মোট ১৫টি জায়গায় হানা দেয় সিবিআই। তাঁদের মধ্যেই ছিলেন আরজি করের ফরেন্সিক শিক্ষক দেবাশিস সোম ()।

রবিবার সকালে দেবাশিসের কেষ্টপুরের বাড়িতে তল্লাশিতে যায় তদন্তকারী দল। দুপুর অবধি তাঁর বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে বিকেল ৪টে নাগাদ দেবাশিসকে নিয়ে নিজাম প্যালেসের উদ্দেশ্যে রওনা দেয় সিবিআই। নিজাম প্যালেসে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আরজি করের ফরেন্সিক শিক্ষক তথা সন্দীপ ঘনিষ্ঠকে। দীর্ঘ বছর ধরে আরজি করের ফরেন্সিক বিভাগের সঙ্গে যুক্ত দেবাশিস। ওই বিভাগের ডেমনস্ট্রেটর পদে রয়েছেন তিনি। আরজি কর মেডিক্যাল কলেজ কাউন্সিলের সদস্য হওয়ার পাশাপাশি কলেজের ন্যাশনাল মেডিক্যাল কমিশনের কমিটিতেও রয়েছেন দেবাশিস।

আরজি কর মেডিক্যাল কলেজে তরুণী জুনিয়র চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনা হাসপাতালের উপর থেকে দুর্নীতির পর্দা ফাঁস করেছে। সন্দীপ ঘোষের বিরুদ্ধে হাসপাতালের বায়োমেডিক্যাল বর্জ্য বিক্রি, ভেন্ডার নির্বাচনে স্বজনপোষণ, সরকারি তহবিল নয়ছয় সহ একগুচ্ছ অভিযোগ উঠেছে। আর সেই সমস্ত অভিযোগ সামনে এনেছেন আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি।