RG Kar Case: আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের চিঠি দিলেন মুখ্যসচিব, নবান্নে ১২-১৫ জন প্রতিনিধিকে নিয়ে আলোচনার আহ্বান
সুপ্রিম কোর্ট যেভাবে জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার আহ্বান জানায়, তার উল্লেখ করেও আন্দোলনরত চিকিৎসকদের আলোচনার জন্য আমন্ত্রণ জানানো হয়। সেই সঙ্গে জুনিয়ার ডাক্তাররা মুখ্যমন্ত্রীকে যে চিঠি পাঠান ভোররাতে, তারও প্রাপ্তি স্বীকার করেন মুখ্যসচিব।
কলকাতা, ১১ সেপ্টেম্বর: জুনিয়র ডাক্তারদের (Junior Doctor) চিঠি দিলেন রাজ্যের মুখ্যসচিব। বুধবার সন্ধে ৬টায় নবান্নে জুনিয়র ডাক্তারদের আলোচনার জন্য আহ্বান জানানো হয়েছে। গত ৩২ দিন ধরে রাজ্যের বহু মানুষ আন্দোলনরত চিকিৎসকদের মূল্যবান পরিষেবা থেকে বঞ্ছিত হচ্ছেন। তাই স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির আজ বৈঠকে বসুন জুনিয়র ডাক্তাররা। জুনিয়র ডাক্তারদের ১২-১৫ জনের একটি দল নবান্নে (Nabanna) হাজির হয়ে রাজ্য সরকারের সঙ্গে আলোচনায় বসুন বলে চিঠিতে আহ্বান জানান মুখ্যসচিব। পাশাপাশি সুপ্রিম কোর্ট (Supreme Court) যেভাবে জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার আহ্বান জানায়, তার উল্লেখ করেও আন্দোলনরত চিকিৎসকদের আলোচনার জন্য আমন্ত্রণ জানানো হয়। সেই সঙ্গে জুনিয়ার ডাক্তাররা মুখ্যমন্ত্রীকে যে চিঠি পাঠান ভোররাতে, তারও প্রাপ্তি স্বীকার করেন মুখ্যসচিব।
আরও পড়ুন: RG Kar Case: ভোররাতে মুখ্যমন্ত্রীকে মেল করা হয়েছে, জানালেন স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলনরত চিকিৎসকরা
যদিও আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা যে দাবি করছেন, তা নিয়ে নবান্নে চিকিৎসকদের সঙ্গে রাজ্য সরকারের তরফে আলোচনা করা হবে কি না, সে বিষয়ে কিছু জানানো হয়নি মুখ্যসচিবের পাঠানো চিঠিতে।
প্রসঙ্গত গত ৯ অগাস্ট আরজি কর হাসপাতালের চেস্ট মেডিসিনের সেমিনার রুম থেকে উদ্ধার করা হয় চিকিৎসক তরুণীর মৃতদেহ। ধর্ষণের পর ওই চিকিৎসককে খুন করা হয় বলে উঠে আসে। আরজি করের ঘটনার পর থেকেই উত্তাল হয়ে ওঠে গোটা দেশ। স্বাস্থ্য পরিষেবায় স্বচ্ছতা ফেরাতে একটানা আন্দোলন শুরু করেন জুনিয়র ডাক্তাররা।