RG Kar Case: 'পরিবারকে টাকা দেওয়ার কথা বলা হয়নি, আরজি কর-কাণ্ড নিয়ে কুৎসা চলছে', বললেন মুখ্যমন্ত্রী
যে পুজো কমিটিগুলি পুজোর অনুদান নেবে না, তাদের বাদ দিয়ে অন্যদের দেওয়া হবে। এমনও জানান আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতা, ৯ সেপ্টেম্বর: 'মৃত্যুর বিকল্প টাকা হয় না। যদি কোনওদিন মনে করেন, আপনাদের মেয়ের স্মরণে যদি কিছু করতে চান, তাহলে আমাদের সরকার সব সময় আপনাদের পাশে আছে। আরজি কর-কাণ্ড (RG Kar) নিয়ে কুৎসা চলছে। প্রমাণ দিতে হবে, কোথায় টাকার কথা বলা হয়েছে' সোমবার সাংবাদিক সম্মেলনে নির্যাতিতা চিকিৎসক তরুণীর পরিবারের বক্তব্য নিয়ে এমনই জানান মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সুপ্রিম কোর্টে আরজি কর মামলার আজকের শুনানি শেষের পর ধর্ষিত, খুন হওয়া চিকিৎসকের পরিবারকে টাকা দেওয়ার প্রস্তাব প্রসঙ্গে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরও বলেন, কলকাতা পুলিশ কমিশনার আমার কাছে এসেছে ইস্তফা দেওয়ার জন্য। যতটা পারছি, আমরা করছি। ইতিমধ্যেই অনেকগুলি করা হয়েছে। সেই সঙ্গে যে পুজো কমিটিগুলি পুজোর অনুদান নেবে না, তাদের বাদ দিয়ে অন্যদের দেওয়া হবে। এমনও জানান আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সিআইএসএফের (CISF) থাকার জায়গা নিয়েও কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, সিআইএসএফের থাকার জায়গা করা হয়েছে। তারপরও যদি জায়গা বাড়িয়ে বাড়িয়ে থাকার কথা বলা হয়, তাহলে কীভাবে করা হবে বলে প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আরজি কর-কাণ্ডে সিবিআইকে সমস্ত নথি দেওয়া হয়েছে। বাংলার নাম কুৎসা করা হচ্ছে বলেও ফের বিরোধীদের কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'বামেদের আমলে আমায় শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে। আর এখন বিজেপির আমলে মানসিক নির্যাতন করা হচ্ছে।'