RG Kar Case: 'অরিজিৎ সিং-এর বিবেক জাগে শুধু বাংলায়', চিকিৎসকের ধর্ষণ, খুনের ঘটনায় 'ন্যায়বিচার' চেয়ে গান গাওয়ায় কটাক্ষ কুণালের

চিকিৎসকের ধর্ষণ, খুন-কাণ্ডে অরিজিৎ 'ন্যায়বিচার' চেয়ে যে গান বেঁধেছেন, তাকে সমর্থন করেন কুণাল ঘোষ। অথচ শুধু কলকাতা নয় মহারাষ্ট্রের বদলাপুর-সহ একাধিক জায়গায় নারী নির্যাতনের ঘটনা ঘটে। দিল্লির রাস্তায় মহিলা কুস্তিগীরদের উপর পুলিশের 'অমানবিক' ব্যবহার নিয়েও কটাক্ষ করেন কুণাল। তবে ওই সমস্ত ঘটনার ক্ষেত্রে অরিজিৎ কিছু বলেন না। মুখ খোলেন না বলে অভিযোগ করেন তৃণমূল নেতা।

Kunal Ghosh, Arijit Singh (Photo Credit: Facebook)

কলকাতা, ৩০ অগাস্ট: কলকাতায় চিকিৎসকের ধর্ষণ, খুন-কাণ্ডে গোটা রাজ্যের পাশাপাশি দেশ জুড়েও পারদ চড়তে শুরু করেছে। কুণাল ঘোষ নিজের সোশ্যাল হ্যান্ডেলে এবার আরজি কর-কাণ্ডের পর নির্যাতিতা চিকিৎসকের বিচার  চেয়ে যে গান বেঁধেছেন, তা নিয়ে কার্যত কটাক্ষ করেন কুণাল। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র লেখেন, 'অরিজিৎ সিং অপূর্ব গায়ক। ছেলেটিও ভালো। তিলোত্তমার ন্যায়বিচার চেয়ে গানটি যথাযথ, সমর্থন করি। কিন্তু সমস্যা হল বিবেক জাগে শুধু বাংলায়। মহারাষ্ট্রের বদলাপুর নিয়ে হিন্দিতে গান হয় না। বা সাক্ষী মালিকদের নিয়ে। কারণ ওটা মূল কর্মক্ষেত্র, হিন্দিজগত, কাজ, টাকা, কেরিয়ার, তাই চুপ?'

আরও পড়ুন: RG Kar Hospital Case: 'চিকিৎসা পেশার প্রতি অসম্মান', Sandip Ghosh-এ সদস্যপদ প্রত্যাহার করল IMA

আরজি কর-কাণ্ডের প্রেক্ষিতে অরিজিৎ সিংকে কীভাবে কটাক্ষ করলেন কুণাল ঘোষ দেখুন...

 

চিকিৎসকের ধর্ষণ, খুন-কাণ্ডে অরিজিৎ 'ন্যায়বিচার' চেয়ে যে গান বেঁধেছেন, তাকে সমর্থন করেন কুণাল ঘোষ। অথচ শুধু কলকাতা নয় মহারাষ্ট্রের বদলাপুর-সহ একাধিক জায়গায় নারী নির্যাতনের ঘটনা ঘটে। দিল্লির রাস্তায় মহিলা কুস্তিগীরদের উপর পুলিশের 'অমানবিক' ব্যবহার নিয়েও কটাক্ষ করেন কুণাল। তবে ওই সমস্ত ঘটনার ক্ষেত্রে অরিজিৎ কিছু বলেন না। মুখ খোলেন না বলে অভিযোগ তৃণমূল নেতার। বাংলার বাইরে অন্য জায়গাগুলি মূল কর্মক্ষেত্র, কাজ, টাকা, কেরিয়ার সবকিছু। তাই ওই সব জায়গা নিয়ে কথা বলা কিংবা বিবেক জাগ্রত অরিজিতের হয় না বলে অভিযোগ তৃণমূল কংগ্রেস নেতার। জনপ্রিয় গায়কের বিবেক শুধু বাংলায় জাগে বলে কটাক্ষ করেন কুণাল ঘোষ।



@endif