RG Kar Case: 'আমি নির্দোষ, আমায় ফাঁসানো হয়েছে', আরজি কর-কাণ্ডের চার্জ গঠন হতেই বিস্ফোরক ধৃত সঞ্জয়
আদালতের তরফে জানানো হয়েছে, আগামী ১১ নভেরম্বর থেকে এই মামলার শুনানি হবে। অন্যদিকে এদিন শিয়ালদহ আদালতে বিচারকের সামনে নিজেকে 'নির্দোষ' বলে দাবি করেন সঞ্জয় রায়।
আরজি কর-কাণ্ডের (RG Kar Case) একমাত্র অভিযুক্ত সঞ্জয় রায়ের (Sanjay Roy) বিরুদ্ধে সোমবার শিয়ালদহ আদালতে চার্জ গঠন করা হল। পড়ুয়া চিকিৎসক তরুণীকে খুন এবং ধর্ষণের অভিযোগে ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের বিরুদ্ধে বিচারপতি অনির্বাণ দাসের এজলাসে চার্জ গঠন হয়েছে। আদালতের তরফে জানানো হয়েছে, আগামী ১১ নভেরম্বর থেকে এই মামলার শুনানি হবে। অন্যদিকে এদিন শিয়ালদহ আদালতে বিচারকের সামনে নিজেকে 'নির্দোষ' বলে দাবি করেন সঞ্জয় রায়। সেই সঙ্গে তার অভিযোগ, তাঁকে 'ফাঁসানো' হয়েছে। সরকার তাঁকে ফাঁসাচ্ছে।
সোমবার দুপুরে কড়া নিরাপত্তার ঘেরাটোপে প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে শিয়ালদহ আদালতে নিয়ে আসা হয় আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তরুণী পড়ুয়া চিকিৎসকের খুন এবং ধর্ষণ-কাণ্ডে অভিযুক্ত সঞ্জয় রায়কে (Sanjay Roy)। আরজি কর হাসপাতালে চিকিৎসক তরুণীর খুন এবং ধর্ষণের ঘটনার ৮৭ দিনের মাথায় ধৃত সঞ্জয়ের বিরুদ্ধে চার্জ গঠন সম্পন্ন হয়েছে। ১১ নভেম্বর থেকে প্রত্যেক দিন চলবে এই মামলার শুনানি।
এদিন বিচারকের সামনেই নিজেকে নির্দোষ বলে দাবি ধৃত সঞ্জয়। শুরু তাই নয়, আদালত থেকে বের করে তাঁকে যখন প্রিজন ভ্যানে তোলা হচ্ছে তখন চিৎকার করে সঞ্জয় বলেন, 'আমায় ফাঁসানো হয়েছে। আমি খুন, রেপ করিনি'। আদালত চত্বরে ভিড় করে থাকা সাংবাদিকদের সামনেই সঞ্জয় বলেন, 'আমি এতদিন চুপ ছিলাম। আমায় ফাঁসানো হচ্ছে। সরকারই আমাকে ফাঁসাচ্ছে। আমায় ভয় দেখানো হয়েছে। আমার ডিপার্টমেন্টও আমায় ভয় দেখিয়েছে'।