RG Kar Case: প্রতীকি মগজ, ঝাঁটা নিয়ে স্বাস্থ্য ভবন অভিযান জুনিয়র ডাক্তারদের, নিরাপত্তার আঁটসাট মোড়ক পুলিশের
আরজি কর-কাণ্ডের পর স্বাস্থ্য ভবন অভিযান জুনিয়র ডাক্তাররা শুরু করার পরপরই কড়া পুলিশি নিরাপত্তা মোতায়েন করা হয়। বন্ধ করে দেওয়া হয় স্বাস্থ্য ভবনের মূল গেট। সেই সঙ্গে ব্যারিকেড দিয়ে আটকানো হয় স্বাস্থ্য ভবনে যাওয়ার রাস্তা। তবে জুনিয়র ডাক্তাররা মিছিল করে করুণাময়ী থেকে স্বাস্থ্য ভবনের দিকে এগিয়ে যাচ্ছেন।
কলকাতা, ১০ সেপ্টেম্বর: মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে জুনিয়র ডাক্তারদের কাজে ফিরতে হবে। সোমবার সুপ্রিম নির্দেশের (Supreme Court) পর মুখ্যমন্ত্রীও বার্তা দেন। জুনিয়র ডাক্তারদের (Junior Doctor) কাজে ফেরার কথা বলতেই এবার পালটা সময়সীমা বেধে দিলেন আন্দোলনকারীরা। ৫ দফা দাবি নিয়ে মঙ্গলবার স্বাস্থ্য ভবন অভিযান শুরু করেন জুনিয়র ডাক্তাররা। মেরুদণ্ড নিয়ে আন্দোলনের পর এবার প্রতীকি মগজ নিয়ে স্বাস্থ্য ভবন অবিযান জুনিয়র ডাক্তাররা শুরু করেন সল্টলেকের করুণাময়ী থেকে। ক্রমশ সেই মিছিল এগোচ্ছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে।
আরজি কর-কাণ্ডের (RG Kar) পর স্বাস্থ্য ভবন অভিযান জুনিয়র ডাক্তাররা শুরু করার পরপরই কড়া পুলিশি নিরাপত্তা মোতায়েন করা হয়। বন্ধ করে দেওয়া হয় স্বাস্থ্য ভবনের মূল গেট। সেই সঙ্গে ব্যারিকেড দিয়ে আটকানো হয় স্বাস্থ্য ভবনে যাওয়ার রাস্তা। তবে জুনিয়র ডাক্তাররা মিছিল করে করুণাময়ী থেকে স্বাস্থ্য ভবনের দিকে এগিয়ে যাচ্ছেন।
জুনিয়র ডাক্তারদের এই প্রতিবাদে সামিল সিনিয়ররাও। সেই সঙ্গে আরজি কর-কাণ্ডের বিচার চেয়ে ডাক্তারদের সঙ্গে পায়ে পা মিলিয়ে এগিয়ে চলেন বহু সাধারণ মানুষও। পোস্টার, ব্যানার, স্লোগানে মুখর করে জুনিয়র ডাক্তারদের সেই মিছিল ক্রমাগত স্বাস্থ্য ভবনের দিকে এগিয়ে যেতে শুরু করে। হাতে ঝাঁটা নিয়ে স্বাস্থ্য ভবনের দিকে মিছিল নিয়ে এগিয়ে যেতে শুরু করেন আন্দোলনকারী ডাক্তাররা। তবে তাঁরা কোনও অশান্তি চান না। স্বাস্থ্য ভবনে প্রবেশের মুখে যেখানে তাঁদের থামিয়ে দেওয়া হবে, সেখানেই তাঁরা অবস্থান বিক্ষোভ শুরু করবেন বলে জানান আন্দোলনকারীরা।