RG Kar Case: আলোচনায় প্রস্তুত জুনিয়র ডাক্তাররা, তবে থাকতে হবে মুখ্যমন্ত্রীকে, সঙ্গে চলবে লাইভ সম্প্রচার
বুধবার দুুপুরে রাজ্যের মুখ্যসচিবের তরফে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের মেল করা হয়। যেখানে নবান্নে তাঁদের আলোচনার জন্য প্রস্তাব পাঠানো হয়। তবে ১২-১৫ জনের প্রতিনিধি দল নবান্নে আলোচনায় হাজির থাকতে পারবেন বলে জানানো হয়।
কলকাতা, ১১ সেপ্টেম্বর: মুখ্যসচিবের চিঠি পাওয়ার পর পালটা মেল করলেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা (Junior Doctors)। নবান্নে (Nabanna) পাঠানো মেলের মাধ্যমে চিকিৎসকরা জানান, তাঁরা আলোচনায় প্রস্তুত তবে সেখানে থাকতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)। যে ১২-১৫ জনের প্রতিনিধি দলকে আলোচনায় বসার কথায় বলা হয় মুখ্যসচিবের মেলে, সেই সংখ্যা বাড়িয়ে দেন আন্দোলনকারীরা। তাঁদের দাবি, জুনিয়র ডক্টর্স ফ্রন্টের ৩০ জন প্রতিনিধিকে থাকতে দিতে হবে নবান্নে আলোচনার সময়। বৈঠকের লাইভ সম্প্রচার করতে হবে। বৈঠকে তাঁদের তোলা দাবিদাওয়া নিয়ে আলোচনা করতে হবে বলে জানানো হয় আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের তরফে।
প্রসঙ্গত বুধবার দুুপুরে রাজ্যের মুখ্যসচিবের তরফে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের মেল করা হয়। যেখানে নবান্নে তাঁদের আলোচনার জন্য প্রস্তাব পাঠানো হয়। তবে ১২-১৫ জনের প্রতিনিধি দল নবান্নে আলোচনায় হাজির থাকতে পারবেন বলে জানানো হয়। শুধু তাই নয়, সুপ্রিম (Supreme Court) কথা মনে করিয়ে দিয়ে চিকিৎসকদের কাজে ফেরার আবেদনও জানান রাজ্যের মুখ্যসচিব। সেই সঙ্গে তাঁরা যে ভোররাতে মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন ইমেল মারফৎ, তার প্রাপ্তি স্বীকারও করা হয়।
মুখ্যসচিবের ইমেলের পর জুনিয়র ডাক্তারদের জেনারেল বডির বৈঠক বসে। এরপরই জানোন হয়, তাঁরা আলোচনায় প্রস্তুত। তবে মুখ্যমন্ত্রীর হাজিরায় বৈঠকের লাইভ সম্প্রচার করতে হবে বলে দাবি করেন আন্দোলনকারী চিকিৎসকরা।