RG Kar Case: গার্ডরেল খুলছে পুলিশ, ২২ ঘণ্টা ধরে অবস্থান বিক্ষোভের পর লালবাজারের দিকে জুনিয়র ডাক্তাররা
কলকাতার পুলিশ কমিশনার বীনিত গোয়েলের পদত্যাগ চেয়ে অনড় জুনিয়র ডাক্তাররা। পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করে তাঁকে শিড়দাঁড়া হাতে ধরাবেন বলে দাবি করেন জুনিয়র চিকিৎসকরা।
কলকাতা, ৩ সেপ্টেম্বর: রাতভর মিছিলের পর মঙ্গলবার জুনিয়র ডাক্তারদের (Junior Doctor) সঙ্গে ফের কথা বলেন পুলিশ (Police) আধিকারিকরা। টানা ২২ ঘণ্টা অবস্থানের পর অবশেষে চিকিৎসকদের সামনে থেকে লোহার ব্যারিকেড তুলে দেওয়া হচ্ছে পুলিশের তরফে। টানা তৃতীয়বার পুলিশের সঙ্গে বৈঠকের পর অবশেষে জট কাটার মুখে জুনিয়র ডাক্তারদের দাবিদাওয়া নিয়ে চলা কথোপকথন। যেখানে জুনিয়র ডাক্তাররা অবস্থান করছিলেন, সেখান থেকে আরও ১০০ মিটার এগোবেন জুনিয়র ডাক্তাররা। আরজি কর-কাণ্ডের পর যেভাবে জুনিয়র ডাক্তাররা একটানা প্রতিবাদ শুরু করেন, তার জেরে অবশেষে গতকাল থেকে শুরু হওয়া প্রতিবাদের ২২ ঘণ্টা পর তাঁরা এগোতে পারবেন বলে জানানো হয় পুলিশের তরফে। ফলে ৯ ফুটের গার্ডরেল এবং তালা খোলা হয় পুলিশের তরফে।
কলকাতার পুলিশ কমিশনার বীনিত গোয়েলের পদত্যাগ চেয়ে অনড় জুনিয়র ডাক্তাররা। পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করে তাঁকে শিড়দাঁড়া হাতে ধরাবেন বলে দাবি করেন জুনিয়র চিকিৎসকরা।
প্রসঙ্গত জুনিয়র ডাক্তারদের তরফে ২২ জনের একটি প্রতিনিধি দল পুলিশ কমিশনার বীনিত গোয়েলের সঙ্গে দেখা করতে যাবেন। ওই ২২ জন জুনিয়রকে বাসে করে পুলিশ নিয়ে যাবে পুলিশ কমিশনারের সঙ্গে সাক্ষাতে।