RG Kar Case: পালটা সময়সীমা বেধে দিয়ে রাজ্যের স্বাস্থ্যকর্তার পদত্যাগের দাবি, আরজি কর-কাণ্ডে মঙ্গলে স্বাস্থ্য ভবন অভিযান জুনিয়র ডাক্তারদের
সোমবার সুপ্রিম কোর্টের আবেদনের পরই জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার বার্তা মুখ্যমন্ত্রী দেন। মুখ্যমন্ত্রীর বার্তার পরপরই এবার পালটা সময়সীমা বেধে দিলেন আন্দোলনকারীরা।
কলকাতা, ১০ সেপ্টেম্বর: জুনিয়র ডাক্তাররা (Junior Doctors) মঙ্গলবার স্বাস্থ্য ভবন অভিযান শুরু করবেন। আর কিছুক্ষণের মধ্যে থেকেই শুরু হবে জুনিয়র ডাক্তারদের স্বাস্থ্য ভবন অভিযান। সল্টলেকের করুণাময়ী থেকে স্বাস্থ্যভবন পর্যন্ত মিছিল করবেন জুনিয়র ডাক্তাররা। আর কিছুক্ষণের মধ্যে থেকেই শুরু হবে অভিযান। ফলে করুণাময়ীতে জড়ো হতে শুরু করেছেন জুনিয়র ডাক্তাররা। তাঁদের দাবি মানা হলে, স্বাস্থ্য ভবনের সামনে অবস্থানে বসবেন বলে জানিয়ে দেন আন্দোলনকারীরা।
সোমবার সুপ্রিম কোর্টের (Supreme Court) আবেদনের পরই জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার বার্তা মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) দেন। মুখ্যমন্ত্রীর বার্তার পরপরই এবার পালটা সময়সীমা বেধে দিলেন আন্দোলনকারীরা। জুনিয়র ডাক্তারদের ৫ দফা দাবি মেনে নিলে, মঙ্গলবার বিকেল ৫টা থেকে তাঁরা কর্মবিরতি তুলে নেবেন বলে জানান। তাঁদের ৫ দফা দাবি মানা না হলে, তাঁরা বুঝবেন কর্মবিরতি তোলার ক্ষেত্রে সরকারের কোনও সদিচ্ছা নেই। এমনও জানান জুনিয়র ডাক্তাররা।
প্রসঙ্গত আরজি কর-কাণ্ডের (RG Kar) পর আগের ৫ দফা দাবির সঙ্গে সোমবার রাত থেকে স্বাস্থ্যকর্তার পদত্যাগও দাবি করা হয়েছে জুনিয়র ডাক্তারদের তরফে। পাশাপাশি অচলাবস্থা তৈরি হলে, তার দায় রাজ্য সরকারের বলে জানিয়ে দেওয়া হয় জুনিয়র ডাক্তারদের তরফে।