IPL Auction 2025 Live

RG Kar Case: প্রফেশনাল স্টেনোগ্রাফার নিয়ে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে বৈঠকের জন্য যাচ্ছেন চিকিৎসকরা

মঙ্গলবার অর্থাৎ ১৭ সেপ্টেম্বর আরজি কর-কাণ্ডের শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে শুনানি শুরুর আগে আজ ফের কালীঘাটের উদ্দেশে রওনা দিচ্ছেন চিকিৎসকরা বৈঠকের জন্য।

Junior Doctors (Photo Credit: FB/Screengrab)

কলকাতা, ১৬ সেপ্টেম্বর: দুজন প্রফেশনাল স্টেনোগ্রাফার নিয়ে কালীঘাটের (Kalighat)  উদ্দেশে রওনা দিচ্ছেন জুনিয়র ডাক্তাররা (Junior Doctors)। মুখ্যসচিবের ইমেলের পর পালটা মেল করেন জুনিয়র ডাক্তাররা। যেখানে তাঁদের ৫ দফা দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর বাসভবনের উদ্দেশে রওনা দিচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। ন্যায় বিচারের দাবি-সহ যে ৫ দফা দাবি তাঁরা রেখেছেন, তা পূরণ করতেই জুনিয়র চিকিৎসকরা কালীঘাটের দিকে সোমবার বিকেলে রওনা দিচ্ছেন।

প্রসঙ্গত মঙ্গলবার অর্থাৎ ১৭ সেপ্টেম্বর আরজি কর-কাণ্ডের (RG Kar) শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে (Supreme Court) শুনানি শুরুর আগে আজ ফের কালীঘাটের উদ্দেশে রওনা দিচ্ছেন চিকিৎসকরা বৈঠকের জন্য।

আরও পড়ুন: RG Kar Case: ইমেল পালটা ইমেল, কার্যবিবরণী নিয়ে এখনও ধোঁয়াশা, কালীঘাটে বৈঠক কি হচ্ছে?

আজ সকালে মুখ্যসচিবের তরফে ফের মেল করা হয় জুনিয়র চিকিৎসকদের। যেখানে জানানো হয়, আজকের নির্ধারিত বৈঠক কালীঘাটে হবে। সেই অনুযায়ী মুখ্যসচিবের ইমেলের পর জেনারেল বডির বৈঠক করে পালটা মেল করেন জুনিয়র চিকিৎসকরা।