RG Kar Case Hearing: প্রশ্নে সেই সিসিটিভি, কেন মাত্র ২৭ মিনিটের ফুটেজ দেওয়া হল? জানতে চাইল সুপ্রিম কোর্ট
আকুস্থলের আশেপাশের সিসিটিভি ফেটেজ সিবিআইকে দেওয়া হয়েছিল কিনা প্রশ্ন করেন প্রধান বিচারপতি ডিওইয়াই চন্দ্রচূড়ের।
মঙ্গলবার সুপ্রিম কোর্টে (Supreme Court) আরজি কর-কাণ্ডের (RG Kar Case) শুনানিতে ফের প্রশ্ন উঠল হাসপাতালের সিসিটিভি ফুটেজ ঘিরে। সিবিআই দাবি করেছে, কলকাতা পুলিশের তরফে মাত্র ২৭ মিনিটের সিসিটিভি ফুটেজ তাঁদের দেওয়া হয়েছে। তাও মাত্র একটি ক্যামেরার ফুটেজ সেটি। শুনানিতে আদালত রাজ্যের কাছে জানতে চায়, কেন মাত্র ২৭ মিনিটের সিসিটিভি ফুটেজ দেওয়া হল? আকুস্থলের আশেপাশের সিসিটিভি ফেটেজ সিবিআইকে দেওয়া হয়েছিল কিনা প্রশ্ন করেন প্রধান বিচারপতি ডিওইয়াই চন্দ্রচূড়ের।
যদিও রাজ্যের আইনজীবী কপিল সিব্বলের পালটা করেন, ৭-৮ ঘণ্টার ফুটেজ দেওয়া হয় সিবিআই-কে। সমস্ত ফুটেজ সই করে তবেই তা গ্রহণ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যদিও কেন্দ্রের সলিসিটার জেনারেল তুষার মেহতা জানালেন, পেনড্রাইভে জায়গা থাকতে পারে অনেক কিন্তু তাতে ফুটেজ ছিল মাত্র কয়েক মিনিটেরই।
মঙ্গলবার শুনানির শুরুতেই আদালতে স্টেটাস রিপোর্ট জমা দিয়েছে সিবিআই। ৯ অগাস্ট আরজি করের জরুরি বিভাগের সেমিনার হলে দেহ উদ্ধারের পর ঘটনাস্থলে যারা ছিলেন তাঁদের নাম মুখবন্ধ খামে আদালতে দিয়েছে সিবিআই। তদন্তকারী সংস্থার রিপোর্ট দেখে প্রধান বিচারপতি বললেন, 'সিবিআই রিপোর্টে যা লিখেছে তা দেখে আমরা বিচলিত'।