RG Kar Case: দেড় ঘণ্টা ধরে নবান্ন সভাঘরে অপেক্ষা মুখ্যমন্ত্রীর, লাইভ সম্প্রচার না হলে বৈঠকে যাবেন না জুনিয়র চিকিৎসকরা

মুখ্যসচিব জানান, মুখ্যমন্ত্রী চিকিৎসকদের জন্য দেড় ঘণ্টা ধরে অপেক্ষা করছেন। কিন্তু জুনিয়র চিকিৎসকরা লাইভ সম্প্রচার না হলে বৈঠকে বসবেন না বলে জানিয়েছেন।

CM Mamata Banerjee At Nabanna (Photo Credit: X)

কলকাতা, ১২ সেপ্টেম্বর: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের জন্য হাজির হয়েছেন জুনিয়র ডাক্তাররা। তবে বৈঠকের লাইভ সম্প্রচারের অনুমতি মেলেনি। ফলে মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) সঙ্গে বৈঠকের লাইভ সম্প্রচার না হলে, তাঁরা ফের অবস্থানে ফিরবেন বলে জানিয়ে দেন জুনিয়র চিকিৎসকরা। যার জেরে ফের জুনিয়র ডাক্তারদের সঙ্গে রাজ্য সরকারের স্নায়ু যুদ্ধ শুরু হয়। এমন অবস্থায় বৃহস্পতিবার বিকেলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন মুখ্যসচিব এবং ডিজি। মুখ্যসচিব জানান, মুখ্যমন্ত্রী চিকিৎসকদের জন্য দেড় ঘণ্টা ধরে অপেক্ষা করছেন। কিন্তু জুনিয়র চিকিৎসকরা লাইভ সম্প্রচার না হলে বৈঠকে বসবেন না বলে জানিয়েছেন। অচলাবস্থা কাটাতে দু পক্ষেরই আলোচনা, বৈঠকে বসার প্রয়োজন। সমাধন সূত্র খুঁজতে জুনিয়র ডাক্তারদের বৈঠকে বসার ফের আহ্বান জানান মুখ্যসচিব।

নবান্ন সভাঘরে জুনিয়র চিকিৎসকদের জন্য অপেক্ষায় মুখ্যমন্ত্রী...

 

বৃহস্পতিবার দুপুরে নবান্নে (Nabanna) পালটা চিঠি দেন জুনিয়র ডাক্তাররা (Junior Doctors)। ৩০ জন প্রতিনিধিকে রাজ্যের আলোচনার প্রস্তাবের জন্য ডাকা বৈঠকে থাকতে দিতে হবে। এমন দাবিতে অনড় থেকে জুনিয়র ডাক্তারদের তরফে ফের চিঠি দেওয়া হয় মুখ্যসচিবকে। ৩০ জনের কম প্রতিনিধি কোনওভাবেই নবান্নের সভাঘরে ডাকা বৈঠকে হাজির হবেন না বলে জুনিয়র ডাক্তারদের তরফে স্পষ্ট জানানো হয় সংশ্লিষ্ট চিঠিতে।

জুনিয়র ডাক্তারদের সেই চিঠির পরপরই নবান্নের উদ্দেশে তাঁরা রওনা দেন বাসে করে।