RG Kar Case: আরজি কর-কাণ্ডে চার্জশিট ফাইল সিবিআইয়ের, সঞ্জয় রায়-ই ধর্ষক, খুন বলে উল্লেখ

চিকিৎসক তরুণীর ধর্ষণ, খুন-কাণ্ডের প্রতিবাদে জুনিয়র ডাক্তাররা আন্দোলন শুরু করেন। প্রথমে সল্টলেকে স্বাস্থ্য ভবনের অদূরে শুরু হয় চিকিৎসকদের প্রতিবাদ, পরে ধর্মতলায় শুরু হয়েছে তাঁদের আমরণ অনশন কর্মসূচি।

Sanjay Roy (Photo Credits: X)

কলকাতা, ৭ অক্টোবর: আরজি কর-কাণ্ডে (RG Kar) এবার চার্জশিট ফাইল করল সিবিআই (CBI)। যেখানে সঞ্জয় রায়-ই আরজিকরের তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুন করেছে বলে উল্লেখ করা হয়েছে। আরজি করে চিকিৎসক ধর্ষণ এবং খুনের মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ফাইল করা চার্জশিটে সঞ্জয় রায়কে (Sanjay Roy) ধর্ষক এবং খুনি হিসেবে চিহ্নিত করা হয়েছে। সিবিআইয়ের চার্জশিটে সঞ্জয় রায় ব্যাতীত অন্য কারও নাম চিকিৎসকের ধর্ষক এবং খুনি হিসেবে চিহ্নিত করা নেই।

গত ৯ অগাস্ট আরজি কর হাসপাতালের সেমিনার রুমে ধর্ষণ করা হয় তরুণী চিকিৎসককে। নারকীয় অত্যাচারের পর খুন করা হয় ওই চিকিৎসকের। যে ঘটনা প্রকাশ্যে আসতেই গোটা দেশ জুড়ে তোলাপড় শুরু হয়ে যায়। চিকিৎসক ধর্ষণ এবং খুন-কাণ্ডের পর ৫৮ দিনের মাথায় এবার ওই ঘটনার চার্জশিট ফাইল করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

আরও পড়ুন: RG Kar Hospital: 'চিকিৎসকের দেহ রক্তে মাখামাখি ছিল, তাঁকে ফাসানো হচ্ছে', দাবি Sanjay Roy-এর, রিপোর্ট

এদিকে চিকিৎসক তরুণীর ধর্ষণ, খুন-কাণ্ডের প্রতিবাদে জুনিয়র ডাক্তাররা আন্দোলন শুরু করেন। প্রথমে সল্টলেকে স্বাস্থ্য ভবনের অদূরে শুরু হয় চিকিৎসকদের প্রতিবাদ, পরে ধর্মতলায় শুরু হয়েছে তাঁদের আমরণ অনশন কর্মসূচি। সহকর্মী চিকিৎসকের ধর্ষণ, খুন-কাণ্ডের বিচার এবং নির্দিষ্ট দাবিদাওয়া পূরণ না পর্যন্ত অনশন চালিয়ে যাবেন বলে জানানো হয় জুনিয়র চিকিৎসকদের তরফে। যা নিয়ে দুর্গা পুজোর মরশুমেও উত্তাল রাজ্য রাজনীতি।