West Bengal Bandh: বুধে ১২ ঘণ্টার বাংলা বনধের ডাক বিজেপির, 'চক্রান্ত ভেস্তে গিয়েছে', তোপ কুণালের

নবান্ন অভিযানে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধুন্ধুমার শুরু হলে পুলিশ কাঁদানে গ্যাসের সেল ফাটাতে শুরু করে। সেই সঙ্গে জল কামানও ছুঁড়তে শুরু করে পুলিশ।

Police Disperse Protestors At Nabanna Abhijan (Photo Credit: ANI/X)

কলকাতা, ২৭ অগাস্ট: বুধবার বাংলা বনধের ডাক দিল বিজেপি (BJP)। আগামীকাল ১২ ঘণ্টার বাংলা বনধের ডাক দেওয়া হয় বিজেপির তরফে। মঙ্গলবারের নবান্ন অভিযানের (Nabanna Abhijan) পর বুধবার সকাল ৬টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত বাংলা বনধের (West Bengal Bandh) ডাক দেয় বিজেপি। যদিও বিজেপির চক্রান্ত ভেস্তে গিয়েছে বলেই বুধবার তারা রাজ্য জুড়ে  ১২ ঘণ্টার বাংলা বনধের ডাক দেয় বলে অভিযোগ করেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ।

বুধবার রাজ্য জুড়ে বাংলা বনধ নিয়ে কী বললেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার দেখুন...

 

আরও পড়ুন: Nabanna Abhijan: নবান্ন অভিযানে ধুন্ধুমার, আন্দোলনকারীদের সরাতে মুর্হুমুহু কাঁদানে গ্যাসের সেল ফাটাচ্ছে পুলিশ

এদিকে নবান্ন অভিযানে পুলিশের (Police) সঙ্গে আন্দোলনকারীদের ধুন্ধুমার শুরু হলে পুলিশ কাঁদানে গ্যাসের সেল ফাটাতে শুরু করে। সেই সঙ্গে জল কামানও ছুঁড়তে শুরু করে পুলিশ। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ এক নাগাড়ে কাঁদানে গ্যাসের সেল ফাটাতে শুরু করে। অন্যদিকে বিক্ষোভকারীরাও পুলিশকে লক্ষ করে ইট, পাথর ছুঁড়তে শুরু করে। দেখা যায়, আন্দোলনকারীদের টেনে নিয়ে যাচ্ছে পুলিশ। আন্দোলনকারীদের সরাতে, তাঁদের আক্রমণ প্রতিরোধ করতেই পুলিশকে একের পর এক পদক্ষেপ করতে দেখা যায় মঙ্গলবারের নবান্ন অভিযানে।