RG Kar Case: ইমেল পালটা ইমেল, কার্যবিবরণী নিয়ে এখনও ধোঁয়াশা, কালীঘাটে বৈঠক কি হচ্ছে?

কার্যবিবরণী নিয়ে মুখ্যসচিবের পাঠানো চিঠিতে রয়েছে ধোঁয়াশা। সরকার নিজের অবস্থান স্পষ্ট করুক উল্লেখ করে পালটা ইমেল পাঠাল জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দল।

RG Kar Protest (Photo Credits: X)

আজ মঙ্গলবার বিকেল ৫টায় কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাসভবনে ফের বৈঠকের ডাক। এদিক সকালেই জুনিয়র ডাক্তারদের ইমেল পাঠিয়ে দুই পক্ষের বৈঠকের জন্যে আহ্বান জানিয়েছেন মুখ্যসচিব মনোজ পন্থ। সেই ইমেলের পালটা ইমেল করে জুনিয়র চিকিৎসকেরা নিজেদের তিনটি শর্তের কথা জানিয়েছিলেন। চিকিৎসকদের শর্ত মেনে ফের মেল পাঠান মুখ্যসচিব। তাতে উল্লেখ, বৈঠকের কার্যবিবরণী লিপিবদ্ধ হবে। তাতে দুই পক্ষের সই থাকবে। তবে কার্যবিবরণী নিয়ে মুখ্যসচিবের পাঠানো চিঠিতে রয়েছে ধোঁয়াশা। সরকার নিজের অবস্থান স্পষ্ট করুক উল্লেখ করে পালটা ইমেল পাঠাল জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দল।

নিজেদের পাঁচ দফার দাবিতে অনড় জুনিয়র চিকিৎসকরা। আর সেই দাবি আলোচনার মাধ্যমেই যে সম্ভব তা বারে বার বলে এসেছেন তাঁরা। তবে সোমবার কালীঘাটের বৈঠকের আগে ইমেল পালটা ইমেলের মাঝে এখনও বৈঠকের কার্যবিবরণী গড়া নিয়ে দুই পক্ষের মধ্যে ধোঁয়াশা কাটেনি।

বৈঠকের মিনিট লিপিবদ্ধ করার দাবি জানিয়ে সোমবার ইমেল পাঠিয়েছিল জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধিদল। আর সেই কার্যবিবরণীতে থাকবে দুই পক্ষের সই। কার্যবিবরণী তৈরির জন্যে নিজেদের স্টেনোগ্রাফার নিয়ে যেতে চান আন্দোলনকারী চিকিৎসকেরা।

আগামীকাল মঙ্গলবার সুপ্রিম কোর্টে ফের আরজি কর মামলার শুনানি রয়েছে। তার আগেই আন্দোলনকারী চিকিৎসকদের সঙ্গে বৈঠক করে জট ছাড়াতে চাইছে রাজ্য সরকার। সুপ্রিম কোর্টের নির্দেশিকার কথা উল্লেখ করেই সোমবার ফের বৈঠকের জন্যে ডাক্তারদের আহ্বান জানায় নবান্ন। এর আগে দুবারই লাইভ স্ট্রিমিং এবং ভিডিয়ো রেকর্ডিংয়ের দাবি ঘিরে টানাপড়েনের জেরে বাতিল হয়েছিল প্রশাসনের সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠক। তাই সোমবারের ইমেলে মুখ্যসচিব স্পষ্ট জানিয়েছিলেন, বৈঠকের সরাসরি সম্প্রচার কিংবা ভিডিয়ো রেকর্ডিং কোনটাই হবে না।