State Health Department on Oxygen: 'প্রেসক্রিপশন ছাড়া অক্সিজেন নয়', কালোবাজারি রুখতে কড়া পদক্ষেপ রাজ্য স্বাস্থ্য দফতরের

করোনার কবলে বেসামাল রাজ্য। দেশজুড়ে দেখা দিয়েছে অক্সিজেন সঙ্কট। এই পরিস্থিতিতে রাজ্যে যাতে করোনা নিয়ে কালোবাজারি না হয়, তার ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। আজ স্বাস্থ্য দফতর বিবৃতি জানিয়ে বলে,'ডাক্তারের প্রেসক্রিপশন না দেখে মেডিক্যাল অক্সিজেন সিলিন্ডার যেন বিক্রি না হয়।'

ছবি ট্যুইটার

কলকাতা, ২৪ এপ্রিল: করোনার কবলে বেসামাল রাজ্য। দেশজুড়ে দেখা দিয়েছে অক্সিজেন সঙ্কট (Oxygen Crisis)। এই পরিস্থিতিতে রাজ্যে যাতে করোনা (COVID19) নিয়ে কালোবাজারি না হয়, তার ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। আজ স্বাস্থ্য দফতর বিবৃতি জানিয়ে বলে,'ডাক্তারের প্রেসক্রিপশন না দেখে মেডিক্যাল অক্সিজেন সিলিন্ডার যেন বিক্রি না হয়।'

আজ স্বাস্থ্য দফতর (Health Department) বিবৃতি দিয়ে জানিয়েছে,'ডাক্তারের প্রেসক্রিপশন না দেখে মেডিক্যাল অক্সিজেন সিলিন্ডার বিক্রি করার ঘটনা নজরে এসেছে। অনেক জায়গায় অক্সিজেন সিলিন্ডার মজুত করে রাখা হচ্ছে। বাড়িতে চিকিৎসাধীন না আইসোলেশনে থাকলেও কোভিড-১৯ আক্রান্তদের অক্সিজেন কিনতে হবে রেজিস্টার ডাক্তারের প্রেসক্রিপশন দেখিয়ে। প্রেসক্রিপশন ছাড়া অক্সিজেন বিক্রি করতে পারবেন না দোকানদারেরা।" আরও পড়ুন, বাড়িতে করোনারোগীর মৃত্যুতে সার্টিফিকেট দেবেন ব্যক্তিগত চিকিৎসক, রাজ্যের নতুন গাইডলাইন

অক্সিজেনের দাম নিয়েও যাতে কালোবাজারি না হয় তা নিয়ে কড়া নির্দেশ দিয়ে জানানো হয়, "অক্সিজেন বিক্রিও করতে হবে সর্বোচ্চ খুচরো দামে (MRP)। প্রেসক্রিপশন ও অনুমতি ছাড়া অক্সিজেনের মজুতদারি, বিক্রি ও স্থানান্তর করলে মহামারি আইন ও ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।"

আবার আজই রাজ্যের নতুন গাইডলাইনে জানানো হয়, বাড়িতে করোনা রোগীর মৃত্যু হলে সার্টিফিকেট দেবেন ব্যক্তিগত চিকিৎসক।