Kolkata: করোনা-আক্রান্ত রোগীর চিকিৎসা, হোম কোয়ারেন্টাইনে কলকাতা পুরসভার মুখ্য স্বাস্থ্য উপদেষ্টা

স্বাস্থ্য দফতরের নির্দেশে হোম কোয়ারেন্টাইনে পুরসভার মুখ্য স্বাস্থ্য উপদেষ্টা। বউবাজারে (Bowbazar) নিজের একটি চেম্বার রয়েছে তাঁর। সেই চেম্বারে অবসর সময়ে রোগী দেখতেন তিনি। সেই চেম্বারেই এক রোগী আসেন গত রবিবার জ্বর এবং শ্বাসকষ্টের সমস্যা নিয়ে। করোনা-সন্দেহে ওই ব্যক্তিকে হাসপাতালে গিয়ে পরীক্ষা করানোর পরামর্শ দেন মুখ্য স্বাস্থ্য উপদেষ্টা। সেই পরীক্ষার পরই জানা যায়, করোনাভাইরাসে (Coronavirus) আক্রান্ত ওই ব্যক্তি।

Photo Source: Wikipedia

কলকাতা, ৭ এপ্রিল: স্বাস্থ্য দফতরের নির্দেশে হোম কোয়ারেন্টাইনে পুরসভার মুখ্য স্বাস্থ্য উপদেষ্টা। বউবাজারে (Bowbazar) নিজের একটি চেম্বার রয়েছে তাঁর। সেই চেম্বারে অবসর সময়ে রোগী দেখতেন তিনি। সেই চেম্বারেই এক রোগী আসেন গত রবিবার জ্বর এবং শ্বাসকষ্টের সমস্যা নিয়ে। করোনা-সন্দেহে ওই ব্যক্তিকে হাসপাতালে গিয়ে পরীক্ষা করানোর পরামর্শ দেন মুখ্য স্বাস্থ্য উপদেষ্টা। সেই পরীক্ষার পরই জানা যায়, করোনাভাইরাসে (Coronavirus) আক্রান্ত ওই ব্যক্তি।

রিপোর্ট হাতে পাওয়ার পরই গোটা বিষয়টি স্বাস্থ্য দফতরের নজরে আনেন মুখ্য স্বাস্থ্য উপদেষ্টা। এরপর নিয়ম মেনে বাড়িতেই আইসোলেশনে ছিলেন তিনি। কিন্তু চিকিৎসক মহলের চিন্তা বাড়িয়ে তুলেছে অন্য একটি তথ্য। ওই ব্যক্তির বউবাজারেই একটি মুদির দোকান রয়েছে। পাশাপাশি বিগত কয়েক মাসে তিনি নিজের এলাকা ছেড়ে বাইরে কোথাও ঘুরতে যাননি। সেক্ষেত্রে আশঙ্কা করা হচ্ছে, করোনা আক্রান্ত কোনও রোগীর সংস্পর্শে আসার জন্যই ঘটনাটি ঘটেছে। পাশাপাশি তিনি মুদি দোকান চালাতেন অর্থাৎ অনেক ব্যক্তিই তাঁর কাছে জিনিসপত্র কিনতে অর্থাৎ সংস্পর্শে এসেছেন। তাই সংক্রমণ আরও বাড়ার আশঙ্কা করছে স্বাস্থ্যদফতর। আরও পড়ুন: Jagdeep Dhankhar: বিধায়ক-মন্ত্রীদের বেতন কমানো হোক ৩০ শতাংশ, মমতা ব্যানার্জিকে অনুরোধ জগদীপ ধনকরের 

রাজ্যে করোনা (Coronavirus) আক্রান্তের সংখ্যা ৬১। সোমবার দুপুর ১২ টা পর্যন্ত সংখ্যাটা ঠিক এটাই ছিল। নবান্নে সাংবাদিক বৈঠকে নিজের মুখেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পাশাপাশি এখনও পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৩ জন। পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে রয়েছে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (CM Mamata Banerjee)। রাজ্যে করোনা আক্রান্তের সংখ্য়া নিয়ে অনেক ভুয়ো তথ্য প্রকাশ্যে আসছে, এই বিষয়ে পুলিশের কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন তিনি।