Sector 5: ঋণের বোঝায় জর্জরিত ছিলেন বছর ২৮-এর তরুণ, সেক্টর ফাইভে আইটি কর্মীর মৃত্যুতে উঠল চাঞ্চল্যকর তথ্য
শুক্রবার সল্টলেকের তথ্যপ্রযুক্তি পাড়ায় চাঞ্চল্যকর ঘটনা ঘটে। একটি ১৬ তলা বহুতল থেকে পড়ে মৃত্যু হয় আইটি সংস্থার কর্মীর। তদন্তে নেমেছ জানা যায় মৃত যুবক বছর ২৮-এর পরিবেশ চট্টোপাধ্যায়। তিনি মুকুন্দুপুরের (Mukundapur) বাসিন্দা। পরবর্তীকালে তদন্তের অগ্রগতি হলে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। জানা যাচ্ছে, ঋণের বোঝায় জর্জরিত ছিলেন পরিবেশ। সম্প্রতি ৫ লক্ষ টাকার লোন নিয়েছিলেন। যা শোধ করতে না পারায় মানসিক অবসাদে ভুগছিলেন ওই যুবক। এদিন আত্মহত্যার আগে পরিবেশ তাঁর বান্ধবীকে আর্থিক সমস্যার কথা জানিয়েছিলেন। আর তারপরেই ঘটনাটি ঘটে।
সূত্রের খবর, ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ্যে এলে এই বিষয়ে আরও পরিস্কার হবে বলে জানিয়েছে পুলিশ। প্রসঙ্গত, গতকাল সেক্টর ফাইভের একটি বহুতল থেকে পড়ে মৃত্যু হয় পরিবেশের। ঘটনার তদন্ত শুরু করেছে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছিল খুন বা আত্মহত্যার কারণেই মৃত্যু হয়েছে তাঁর। তবে এখনও আত্মঘাতী হওয়ার তত্ত্ব স্পষ্ট হয়নি। ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছেন তদন্তকারী আধিকারিকরা।