LOK SABHA ELECTIONS 2019: রানাঘাট লোকসভা কেন্দ্রেরের গতবারে ফলাফল, প্রার্থী তালিকা এক নজরে
নদীয়া (Nadia District)জেলার এই কেন্দ্রটি মূলত ধর্মীয় স্থানের আধিক্য বেশি। মহাপ্রভু শ্রীচৈতন্যদেবে জন্মস্থান হওয়ায় এখানে তীর্থযাত্রীদের ভিড় লেগেই থাকে।
রানাঘাট: নদীয়া (Nadia District)জেলার এই কেন্দ্রটি মূলত ধর্মীয় স্থানের আধিক্য বেশি। মহাপ্রভু শ্রীচৈতন্যদেবে জন্মস্থান হওয়ায় এখানে তীর্থযাত্রীদের ভিড় লেগেই থাকে। তার উপর কৃষিপ্রধান এলাকা। নদীর সংখ্যা বেশি থাকায় প্রতিবছর বন্যার সম্মুখিন হয় জেলাটি। এই তিনটি ভোটের মূল ইস্যু এখানে। কিন্তু এবারে সমীকরণটি অন্য।
বিধানসভা কেন্দ্র: নবদ্বীপ, শান্তিপুর, রাণাঘাট উত্তর–পশ্চিম,কৃষ্ণগঞ্জ,রানাঘাট উত্তর–পূর্ব, রানাঘাট দক্ষিণ, চাকদহ
২০১৪ সালের লোকসভা ভোটের ফলাফল
সরস্বতী পুজোর আগের রাতেই দুষ্কৃতীদের হাতে খুন হন এই লোকসভা কেন্দ্রের সাংসদ তাপস মণ্ডল। সেই সেন্টিমেন্টকে কাজে লাগিয়েছেই এবারে এই কেন্দ্রে তাঁর স্ত্রী রূপালি বিশ্বাসকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস।
তাপস মণ্ডল(তৃণমূল কংগ্রেস)—প্রাপ্ত ভোট ৫,৯০,৪৫১(Tapas Mandal)
অর্চনা বিশ্বাস(সিপিএম)—প্রাপ্ত ভোট ৩,৮৮,৬৮৪
ডঃ সুপ্রভাত বিশ্বাস(বিজেপি)—প্রাপ্ত ভোট ২,৩৩,৬৭০
প্রতাপ কান্তি রায়(কংগ্রেস)—প্রাপ্ত ভোট ৯২,২১৮
২০১৯ সালের লোকসভা ভোটের প্রার্থী
রূপালি বিশ্বাস(তৃণমূল কংগ্রেস)(Rupali Biswas)
রমা বিশ্বাস(সিপিএম)
মিতালি বিশ্বাস(কংগ্রেস)
জগন্নাথ সরকার (বিজেপি)
মন্তব্য: তাপস মণ্ডলের হত্যাকাণ্ডের পর কোনও ভাবেই এই কেন্দ্রটি হাতছাড়া করতে রাজি নয় তৃণমূল। অন্য কোনও রাজনৈতিক দল এখানে হালে পানি পাবে কিনা সেটাই এখন দেখার।