Rampurhat Incident: রামপুরহাটে 'বর্বরতা', কেন্দ্র হস্তক্ষেপ করুক, দাবিতে সরব বিজেপি

রামপুরহাটকাণ্ডে কেন্দ্র হস্তক্ষেপ করুক বলে দাবি করেন সুকান্ত মজুমদার। তিনি দাবি করেন, বগটুই গ্রামে সোমবার রাতে যে কটি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়, সেখান থেকে ১২টি মৃতদেহ উদ্ধরা করা হয়েছে। কিন্তু স্থানীয়দের দাবি, ১২-র বেশি মানুষের মৃত্যু হয়েছে অগ্নিদগ্ধ হয়ে। এই ধরনের 'বর্বর' হত্যাকাণ্ডের তদন্ত হওয়া উচিত বলে মন্তব্য করেন বিজেপির রাজ্য সভাপতি।

Rampurhat Violence (Photo Credit: ANI/Twitter)

কলকাতা, ২৩ মার্চ:  রামপুরহাটের (Rampurhat) বগটুই গ্রামের ঘটনায় কেন্দ্রের হস্তক্ষেপ চাইলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বগটুই নিয়ে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। বগটুইয়ের ঘটনায় আজ সংসদ ভবন চত্ত্বরে প্রতিবাদ দেখান বিজেপি (BJP) সাংসদরা। যা নিয়ে রামপুরহাটকাণ্ডের আঁচ পড়তে  শুরু করেছে দিল্লির (Delhi) অন্দরেও।

রামপুরহাটকাণ্ডে কেন্দ্র হস্তক্ষেপ করুক বলে দাবি করেন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। তিনি দাবি করেন, বগটুই গ্রামে সোমবার রাতে যে কটি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়, সেখান থেকে ১২টি মৃতদেহ উদ্ধরা করা হয়েছে।  কিন্তু স্থানীয়দের দাবি, ১২-র বেশি মানুষের মৃত্যু হয়েছে অগ্নিদগ্ধ হয়ে। এই ধরনের 'বর্বর' হত্যাকাণ্ডের তদন্ত হওয়া উচিত বলে মন্তব্য করেন বিজেপির রাজ্য সভাপতি।

 

আরও পড়ুন: Rampurhat Incident: 'এটা বাংলা, উত্তরপ্রদেশ নয়', রামপুরহাটকাণ্ডে পালটা কটাক্ষ মুখ্যমন্ত্রীর

পাশাপাশি সুকান্ত মজুমদার আরও অভিযোগ করেন, গত সপ্তাহে মোট ২৬ জনকে খুন করা হয়েছে রাজ্যে। বিজেপির বিধায়ককেও হত্যা করা হয়েছে। বোমা ছোঁড়া হয়েছে বিজেপি সাংসদকে লক্ষ্য করেও। এমন অভিযোগেও আজ সরব হন বিজেপির রাজ্য সভাপতি।