Train Time: আজই ট্রেনের টাইমিং নিয়ে সিদ্ধান্ত নেবে রেল

আজ থেকে রাজ্যে লাগু হয়েছে কোভিড বিধি (Covid Restrictions)। সেই মতো আজকে থেকে সন্ধ্যে ৭টার পর ট্রেন চলার কথা নয়। কিন্তু রাজ্য সরকারের এই ঘোষণা নিয়ে বেশ কিছু ধোঁয়াশা এবং বিভ্রান্তি তৈরি হয়েছে যাত্রীদের মনে৷

Local Train In West Bengal (Photo credit: Wikipedia)

কলকাতা, ৩ জানুয়ারি: আজ থেকে রাজ্যে লাগু হয়েছে কোভিড বিধি (Covid Restrictions)। সেই মতো আজকে থেকে সন্ধ্যে ৭টার পর ট্রেন চলার কথা নয়। কিন্তু রাজ্য সরকারের এই ঘোষণা নিয়ে বেশ কিছু ধোঁয়াশা এবং বিভ্রান্তি তৈরি হয়েছে যাত্রীদের মনে৷ কারণ পঞ্চাশ শতাংশ যাত্রী নিয়ে এর আগে লোকাল ট্রেন (New Local Train Timings) চালানোর নির্দেশিকা জারি করার পাশাপাশি রাজ্যের মু্খ্যসচিব জানিয়েছেন, সন্ধে সাতটার পর সমস্ত লোকাল ট্রেন চলাচল বন্ধ থাকবে৷

যাত্রীদের অনেকেরই মনে প্রশ্ন, সন্ধে সাতটা পর্যন্ত কি শিয়ালদহ, হাওড়ার মতো স্টেশনগুলি থেকে লোকাল ট্রেন ছাড়বে? রাজ্য সরকারের জারি করা বিজ্ঞপ্তি দেখে অবশ্য প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, সন্ধে সাতটার মধ্যে সমস্ত লোকাল ট্রেনকে গন্তব্যে পৌঁছতে হবে৷ আরও পড়ুন: করোনার বাড়বাড়ন্ত, সোমবার থেকে টোকেন পরিষেবা বন্ধ মেট্রোয়, শুধুই স্মার্ট কার্ডেই যাতায়াত

রেলের তরফে জানানো হয়েছে, লোকাল ট্রেন চালানোর নতুন নিয়ম কী হবে, তা নিয়ে আগামিকাল সিদ্ধান্ত নেওয়া হবে৷ কারণ শিয়ালদহ, হাওড়া থেকে সন্ধে সাতটার সময় ছাড়া অনেক ট্রেনই গন্তব্যে পৌঁছতে তিন থেকে চার ঘণ্টা সময় লেগে যায়৷

আবার, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পুরনো সূচি মেনেই ট্রেন চলাচল করবে বলে জানিয়েছেন পূর্ব রেল কর্তৃপক্ষ। দক্ষিণ-পূর্ব রেলও জানিয়েছে, লোকাল ট্রেন পরিষেবা মিলবে ভোর ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত।

পাশাপাশি রবিবারের নির্দেশে ৫০ শতাংশ যাত্রী নিয়ে লোকাল ট্রেন চালানোর কথা বলা হয়েছে। লোকাল ট্রেনে কী ভাবে যাত্রীর ভিড় ৫০ শতাংশে বেঁধে রাখা যাবে, তা নিয়ে অনেকেই সন্দিহান। রেল আধিকারিকেরা জানান, যাত্রীরা যাতে একান্ত জরুরি প্রয়োজন ছাড়া সফর না-করেন, সেই জন্য প্রচার চালানো হবে।