R.G Kar Hospital: ৫ দিন অতিক্রান্ত, আর জি করে বন্ধ পরিষেবা, চরম দুর্ভোগে রোগীরা, দেখুন ভিডিয়ো
রাজ্যের অন্যতম বড় সরকারি হাসপাতাল আর জি কর। প্রতিদিন দূরদূরান্ত থেকে বহু রোগী ছুটে আসেন এই হাসপাতালে। আউটডোরের বাইরে থিকথিক করে ভিড়।
কলকাতাঃ চেনা ছন্দ হারিয়েছে আর কি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল(R.G Kar Medical College and Hospital)। রোগীদের পরিবারের কোলাহল অ্যাম্বুলেন্সের(Ambulance) আওয়াজ সেভাবে কানে আসছে না। আউটডোরের (Outdoor)সামনে ঝুলছে বড় তালা। ৫ দিন অতিক্রান্ত,এমারজেন্সি (Emergency)বিভাগ ছাড়া এখনও বন্ধ পরিষেবা। চরম বিপাকে রোগীরা। রাজ্যের অন্যতম বড় সরকারি হাসপাতাল আর জি কর। প্রতিদিন দূরদূরান্ত থেকে বহু রোগী ছুটে আসেন এই হাসপাতালে। আউটডোরের বাইরে থিকথিক করে ভিড়। কিন্তু বিগত ৫ দিনে সেই চেনা ছবিটাই বদলে গিয়েছে। হাসপাতালে ঘটে যাওয়া নৃশংস খুন (Murder)এবং ধর্ষণের(Rape) ঘটনার প্রতিবাদে দল বেঁধে রাস্তায় নেমেছেন চিকিৎসকেরা। তরুণী চিকিৎসক খুনের ঘটনায় সঠিক বিচার না হওয়া পর্যন্ত কর্মবিরতির ডাক দিয়েছেন আর জি কর হাস্রপাতালের চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীরা। তাঁদের পাশে দাঁড়িয়েছে প্রায় গোটা দেশের চিকিৎসক মহল। এমারজেন্সি বিভাগ ছাড়া বন্ধ আর জি করের সমস্থ বিভাগ। যার জেরে নাকাল হতে হচ্ছে সাধারণ মানুষকে। মঙ্গলবার সকালেও বহু দূর থেকে চিকিৎসা করাতে এসে ফিরে যেতে হচ্ছে রোগীদের। শিশুদের কোলে নিয়ে আউটডোর খোলার আশায় অপেক্ষা করছেন কেউ-কেউ। এক রোগী সংবাদসংস্থা পিটিআইকে বলেন, "সকাল থেকে এসে দেখছি গেট বন্ধ। নার্ভের ডাক্তার দেখাব। কী করব জানিনা। না খুললে বাড়ি চলে যেতে হবে।"
আর জি করে রোগী ভোগান্তি
শুনুন কী বলছেন রোগীরা