R.G. Kar Hospital: মোবাইলে ভর্তি পর্ন, মহিলা চিকিৎসক খুনে অভিযুক্ত সঞ্জয় জেরায় বলল, 'ফাঁসি দিলে দিন'

সম্প্রতি আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উদ্ধার করা হয় ট্রেনি মহিলা চিকিৎসকের অর্ধনগ্ন দেহ। ময়নাতদন্তের পর জানা যায়, ওই মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়।

Sanjay Roy.jpg (Photo Credit: Video Screengrab)

কলকাতা, ১২ অগাস্ট: আরজিকর হাসপাতালের ( R.G. Kar Hospital) অন্দরে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের (Doctor Rape-Murdered) ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের (Sanjay Roy) নাম উঠে আসে। সঞ্জয় রায়ের নাম ঘৃণ্য অপরাধে জড়ানোর পরপরই তাকে গ্রেফতার করা হয়। সঞ্জয় রায়ের সঙ্গে আর কে কে রয়েছে মহিলা চিকিৎসকের উপর নারকীয় অত্যাচারের ঘটনায়, তা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করে। সঞ্জয় রায় সম্পর্কে যে তথ্যগুলি উঠে আসে, তা দেখলে শিউরে উঠবেন আপনিও।

সিভিক ভলান্টিয়ার হয়েও কলকাতা পুলিশের কেপি লোগো দেওয়া টিশার্ট পরতে দেখা যায় সঞ্জয় রায়কে। তার বাইকেও রয়েছে কেপি লোগো। নিজের প্রভাব খাটিয়ে সঞ্জয় রায় কলকাতা পুলিশের ব্যারাকে থাকতে শুরু করে। সিভিক ভলান্টিয়ারের চাকরি করা অনেকেই মনে করতেন, সঞ্জয় আদতে কলকাতা পুলিশেরই কর্মী।

আরও পড়ুন: R.G. Kar Hospital: রবিবারের মধ্যে পুলিশ কিনারা করতে না পারলে, CBI-এর হাতে তদন্তভার, আরজিকরের ঘটনায় স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী

রিপোর্টে প্রকাশ, গ্রেফতারির পর সঞ্জয় রায়ের মধ্যে কোনও কুণ্ঠা বা অপমান লক্ষ্য করা যায়নি। এমনকী 'আমায় ফাঁসি দিতে হলে দিন' বলেও জেরায় মন্তব্য করে সঞ্জয়।

সম্প্রতি আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উদ্ধার করা হয় ট্রেনি মহিলা চিকিৎসকের অর্ধনগ্ন দেহ। ময়নাতদন্তের পর জানা যায়, ওই মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়। ওই ঘটনায় গোটা রাজ্য তোলপাড় শুরু হয়। এরপরই গ্রেফতার করা হয় সিভিক ভলান্টিয়ার হিসেবে কর্মরত সঞ্জয় রায়কে। সঞ্জয় রায়কে গ্রেফতারির পর জানা যায়, হাসপাতালের ভিতরে বহু মহিলার সঙ্গে অমানবিক ব্যবহার করতে সঞ্জয়।

পুলিশ সূত্রে খবর, ভোর ৩টে থেকে ৬টার মধ্যে আরজিকরের তৃতীয় তলায় ওই মহিলা চিকিৎসকের উপর নারকীয় অচ্যাচার চালিয়ে সঞ্জয় বাাড়ি ফিরে যায়। বাড়িতে গিয়ে কোনও চিন্তাভাবনা না করেই ঘুমিয়ে নেয় সঞ্জয়। তারপর রক্তমাখা জামাকাপড় সব কেচে নেয়। তবে পুলিশ ঘটনাস্থল থেকে যখন সঞ্জয় রায়ের হেডফোনের খণ্ডাংশ উদ্ধার করে তখনই সন্দেহ হয়। এরপর সঞ্জয়ের জুতোয় রক্তের দাগ দেখতে পায় পুলিশ।

এসবের পাশাপাশি পুলিশ আরও জানতে পারে, সঞ্জয়ের মোবাইল ফোনে মিলেছে একাধিক পর্নোগ্রাফিক কনটেন্ট। পাশাপাশি সঞ্জয় পরপর ৪বার বিয়ে করে বলেও পুলিশ জানতে পেরেছে।



@endif