R.G. Kar Hospital: আরজিকরে চিকিৎসককে নারকীয় অত্যাচার, খুনের প্রতিবাদে দেশ জুড়ে হাসপাতালের বর্হিবিভাগ বনধের ডাক

গত ৯ অগাস্ট আরজিকরে যেভাবে এক চিকিৎসককে ধর্ষণ এবং খুন করা হয়, তার জেরেই হাসপাতালের বর্হিবিভাগ বন্ধের ডাক দেওয়া হয়। যার জেরে মঙ্গলবার সকাল থেকে আরজিকরে ওপিডির বাইরে রোগীদের লম্বা লাইন চোখে পড়ে।

RG Kar Medical College and Hospital (Photo Credits: X)

কলকাতা, ১৩ অগাস্ট: আরজিকর হাসপাতালে (R.G. Kar Hospital) মহিলা চিকিৎসকের নির্যাতনের ঘটনায় দেশ জোড়া প্রতিবাদ, বিক্ষোভ শুরু হয়েছে। আরজিকরের সেমিনার রুমে যে ট্রেনি চিকিৎসকের (Doctor Death) উপর নারকীয় অত্যাচারের খবর আসে, তার জেরে উত্তাল রাজ্য-সহ গোট দেশ। দোষীদের শাস্তি এবং হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তা-সহ একাধিক দাবিতে এবার দেশ জুড়ে ওপিডি বন্ধের ডাক দিল ফেডেরেশন অফ অল ইন্ডিয়া মেডিকেল অ্যাসোসিয়েশন (FAIMA)। গত ৯ অগাস্ট আরজিকরে যেভাবে এক চিকিৎসককে ধর্ষণ এবং খুন করা হয়, তার জেরেই হাসপাতালের বর্হিবিভাগ বনধের ডাক দেওয়া হয়। যার জেরে মঙ্গলবার সকাল থেকে আরজিকরে ওপিডির বাইরে রোগীদের লম্বা লাইন চোখে পড়ে। হাসপাতালের বর্হিবিভাগ খোলা না বন্ধ, তা জানতে পারেননি রোগীরা। ফলে হাসপাতালে চিকিৎসার আশায় আরজিকরের ওপিডিতে বহু মানুষ এসে হাজির হন। ফলে দুর্ভোগ কার্যত চরমে উঠতে শুরু করেছে।

আরও পড়ুন: R.G. Kar Hospital: মোবাইলে ভর্তি পর্ন, মহিলা চিকিৎসক খুনে অভিযুক্ত সঞ্জয় জেরায় বলল, 'ফাঁসি দিলে দিন'

দেখুন ছবি...

 

ওপিডিতে মঙ্গল সকালে হাজির হন শেখ শাজাদ নামে এক ব্যক্তি। ২ ঘণ্টা ধরে তিনি হাসপাতালের বাইরে দাঁড়িয়ে। তবে জানেন না যে তিনি চিকিৎসা পরিষেবা পাবেন না পাবেন না।

দেখুন ভিডিয়ো...

 

বারাসাতের কদম্বগাছি থেকেও এক ব্যক্তি হাজির হন আরজিকরের ওপিডিতে। তিনিও জানেন না, পরিষেবা পাবেন কি না সে বিষয়ে।

দেখুন ভিডিয়ো...