R.G. Kar Hospital: আর জি কর কাণ্ডে উদাহরণ টেনে সিপিএম, বিজেপিকে কটাক্ষ কুণাল ঘোষের
আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল রাজ্যসহ গোটা দেশ। পথে নেমেছেন গোটা দেশের চিকিৎসকেরা।
কলকাতাঃ শহরের অন্যতম নাম করা সরকারি হসিপিটাল, আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে (R.G. Kar Medical College and Hospital)তরুণী চিকিৎসককে ধর্ষণ(Rape) করে খুনের(Murder) ঘটনায় উত্তাল রাজ্যসহ গোটা দেশ। পথে নেমেছেন গোটা দেশের চিকিৎসকেরা। সঠিক তদন্তের দাবি জানিয়ে কর্মবিরতির ডাক দিয়েছেন আর জি কর হাসপাতালের চিকিৎসকেরা। সাধারণ রোগীদের জন্য বন্ধ হাসপাতালের দরজা। এই আবহে যখন গর্জে উঠছে নেটিজেন থেকে সাধারণ মানুষ,তখন সিপিএম এবং বিজেপিকে কটাক্ষ করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ(Kunal Ghosh)। তাঁর দাবি, এই ধরনের ঘটনা সিপিএমের আমলে ঘটত। সোমবার, সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুণাল বলেন, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 'রাজ ধর্ম' অনুসরণ করছেন। দিদি বাংলার মায়ের মতো আচরণ করছেন। এই ঘটনায় তিনি অত্যন্ত দুঃখিত। এই ধরনের ঘটনা সিপিআইএমের আমলে ঘটত। উন্নাও, হাতরাস, প্রয়াগরাজ, গুজরাট, বিলকিস, এমপি, মণিপুর একের পর এক এই ধরনের ঘটনা ঘটেছে। এ বার বাংলাতেও ঘটল।" এরপরই তদন্তের স্বার্থে সিবিআই-এর প্রসঙ্গে তিনি বলেন, "মুখ্যমন্ত্রী প্রথম দিনেই বলেছিলেন প্রয়োজনে সিবিআইয়ের কাছে হস্তান্তর করা হবে মামলা। অপরাধীর ফাঁসির দাবিও করা হয়। মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার পর্যন্ত পুলিশকে সময় দিয়েছেন। যদি কোনও সিদ্ধান্তে না আসা যায় তবে মামলাটি সিবিআইয়ের কাছে হস্তান্তর করা হবে।"
শুনুন কী বলছেন কুণাল ঘোষ