R.G. Kar Hospital: 'আমার হৃদয় জ্বলে পুড়ে যাচ্ছে, আমি এই ঘটনা সহ্য করতে পারছি না', প্রতিবাদে সরব হয়ে বললেন মুখ্যমন্ত্রী
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ট্রেনি চিকিৎসকরা যা বলেছেন, তাঁদের কথা মেনে সব হয়েছে কলকাতা পুলিশ। ডিএনএ টেস্ট করতে পাঠিয়েছে, ফরেন্সিক হয়েছে। অপরাধীদের ধরার জন্য যা যা করার, সব ওঁরা করেছে।
কলকাতা, ১৬ অগাস্ট: আরজিকরের (R.G. Kar Hospital) ঘটনায় প্রতিবাদ শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সায়নী ঘোষ, রচনা বন্দ্য়োপাধ্যায়দের নিয়ে প্রতিবাদে সামিল হন মুখ্যমন্ত্রী (CM)। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'আমরা রাজ্য সরকার ফাঁসির পক্ষে। আমি ঝাড়গ্রাম থেকে আসতে আসতে পুলিশ কমিশনারের কাছ থেকে মেসেজ পাই। পুলিশ কমিশনার ঘটনার বিবরণ দেন। আমি তথনই ওর বাবা, মায়ের সঙ্গে কথা বলি। এই ঘটনার নিন্দা করি। এই ঘটনায় যাতে ফাঁসি দেওয়া হয়, তার ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দি। তদন্তকালীন তদন্তের ভিতরের তথ্য বাইরে আসতে পারে না মিডিয়া ট্রায়ালের জন্য। ট্রেনি চিকিৎসকরা যা বলেছেন, তাঁদের কথা মেনে সব হয়েছে কলকাতা পুলিশ। ডিএনএ টেস্ট করতে পাঠিয়েছে, ফরেন্সিক হয়েছে। অপরাধীদের ধরার জন্য যা যা করার, সব ওঁরা করেছেন। চিকিৎসকের বাড়িতে যখন মৃতদেহ নিয়ে যাওয়া হয়, সেই সময় বিজেপির এক নেত্রী মাঝ রাস্তায় থামান।' মুখ্যমন্ত্রী আরও বলেন, 'যতক্ষণ না পর্যন্ত শেষকৃত্য হবে, ততক্ষণ আমার হৃদয় জ্বলে পুড়ে যাচ্ছে। আমি এই ঘটনা সহ্য করতে পারছি না।'
এরপরই সিপিএম এবং বিজেপির বিরুদ্ধে তোপ দেগে মুখ্যমন্ত্রী বলেন, 'সিপিএম যেন ভুলে না যায়, ক্ষমতা যাওয়ার পর বুদ্ধবাবুর বাড়িতে গিয়েছি। এর আগে হাসপাতালে গিয়েছি। মৃত্যুর খবর শুনেও তাঁর বাড়িতেও গিয়েছি। সিপিএম, বিজেপি আরজিকরে ভাঙচুর চালিয়েছে' বলে অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর বক্তব্য, 'মার খেতে খেতে জীবন্ত লাশ হয়ে গিয়েছি। আমাকে চমক, ধমক দেবেন না' বলে বিজেপি এবং সিপিএমের বিরুদ্ধে সরব হন মুখ্যমন্ত্রী।
সিপিএমের বিরুদ্ধে তোপ দেগে মমতা বন্দ্য়োপাধ্যায় প্রশ্ন তোলেন, হাজরায় যখন আমায় মেরে ফেলতে চেয়েছিল। তখন কারা আমায় মেরে ফেলতে চেয়েছিল। চিকিৎসক অনিতা দেওয়ানের ধর্ষণ কার আমলে ঘটেছিল বলে প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিঙ্গুরে তাপসী মালিককে ধর্ষণের পর পুড়িয়ে মারা হয় কার আমলে বলেও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। সারা বাংলা জুড়ে কঙ্কাল পড়ে রয়েছে। তাঁদের মুখে এই বড় বড় কথা বলা চলে না বলে তোপ দাগেন মমতা।
এরপর বিলকিস থেকে উন্নাও, হাথরসের ঘটনা নিয়ে বিজেপির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করতে শোনা যায় মমতা বন্দ্য়োপাধ্যায়কে। মণিপুরে নগ্ন অবস্থায় প্যারেড করানো হয়েছে, গণধর্ষণ করা হয়েছে বলেও তোপ দাগেন মমতা বন্দ্য়োপাধ্যায়।