R.G Kar Case: জারি ১৬৩ ধারা, আর জি করের আশপাশে মিটিং, মিছিলে নিষেধাজ্ঞা কলকাতা পুলিশের

পুলিশ কমিশনারের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ নম্বর ধারায় নির্দেশিকা জারি করা হয়েছে৷

আর জি কর কাণ্ডের প্রতিবাদে মিছিল (Photo Credits: X/@vanathadup58590)

কলকাতা আর জি কর হাসপাতালে(R.G Kar Hospital) ঘটে যাওয়া মহিলা চিকিৎসককে(Lady Doctor) ধর্ষণ(Rape) করে খুনের(Murder) ঘটনার ন্যায় বিচার চেয়ে পথে নেমেছে নাগরিক সমাজ। প্রতিবাদের ঝড় উঠেছে রাজ্যসহ দেশ-বিদেশে। এই আবহে আর জি কর নিয়ে বড় সিদ্ধান্ত কলকাতা পুলিশের(Kolkata Police)। রবিবার, ১৮ আগস্ট থেকে আর জি করের আশেপাশে ৫ জনের বেশি জমায়েত করা যাবে না বলে জানানো হয়েছে কলকাতা পুলিশের তরফে। পুলিশ কমিশনারের (Police Commissioner)জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ নম্বর ধারায় নির্দেশিকা জারি করা হয়েছে৷ আর জি কর সংলগ্ন এলাকায় ১৮ আগস্ট থেকে ২৪ আগস্ট পর্যন্ত পাঁচ জনের বেশি জমায়েত নয়। এখানেই শেষ নয়, লাঠি বা কোনও অস্ত্র নিয়ে জমায়েত বা মিছিল নিষিদ্ধ। শান্তি বিঘ্নিত হয় এমনকিছু করা যাবে না বলে সাফ জানানো হয় এই বিজ্ঞপ্তির মাধ্যমে। প্রসঙ্গত, আর জি কর কাণ্ডের প্রতিবাদে গত ১৪ আগস্ট 'রাত দখল' কর্মসূচিতে সামিল হয়েছিল প্রায় গোটা রাজ্যের মানুষ। ন্যায় বিচারের দাবিতে মিছিলে হেঁটেছিলেন লক্ষ লক্ষ মানুষ। ফের দ্বিতীয় সফার এই ধরনের কর্মসূচির পরিকল্পনা চলছিল সোশ্যাল মিডিয়ায়। এই ধরনের কর্মসূচি বা আন্দোলন রুখতেই কি এই সিদ্ধান্ত কলকাতা পুলিশের? বিভিন্ন মহলে উঠছে প্রশ্ন।



@endif