R.G Kar Case: আরজি কর কাণ্ডে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়সহ দুই চিকিৎসককে লালবাজারে তলব
যদিও লকেট জানিয়েছেন, এখনও পর্যন্ত কলকাতা পুলিশের তরফ থেকে কোনও চিঠি এসে পৌঁছয়নি তাঁর কাছে।
কলকাতাঃ সোশ্যাল মিডিয়ায়(Social Media) নির্যাতিতার(Victim) নাম প্রকাশের জের, লালাবাজারে(Lalbazar) তলব বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়কে(Locket Chatterjee)। এর পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় ভুয়ো তথ্য ছড়ানোর অভিযোগও রয়েছে প্রাক্তন বিজেপি সাংসদের বিরুদ্ধে। লকেটের সঙ্গেই ডেকে পাঠানো হয়েছে আরও দু'জন চিকিৎসক কুণাল সরকার(Kunal Sarkar) এবং সুবর্ণ গোস্বামীকেও(Subarna Goswami) , এমনটাই জানা যাচ্ছে। আজ, রবিবার বিকেল ৩ টের সময় লালবাজারে ডাকা হয়েছে তাঁদের। যদিও লকেট জানিয়েছেন, এখনও পর্যন্ত কলকাতা পুলিশের তরফ থেকে কোনও চিঠি এসে পৌঁছয়নি তাঁর কাছে। প্রসঙ্গত,সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, ধর্ষণের ঘটনায় নির্যাতিতার নাম এবং ছবি প্রকাশ করা দণ্ডনীয় অপরাধ। তা সত্ত্বেও সামাজিক মাধ্যমে বারেবারে প্রকাশ্যে আসছে আর জি কর কাণ্ডের নির্যাতিতা তরুণীর নাম এবং ছবি।এমনকী সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে নির্যাতিতার মরদেহের ছবিও। কলকাতা পুলিশের তরফে আগেই এই বিষয়ে বিবৃতি দিয়ে সাবধান করে দেওয়া হয়। এমনকী, নির্যাতিতার বাবাও এই ধরনের ছবি প্রকাশ না করার আর্জি জানান।