Sandeshkhali: মমতার বিরুদ্ধে কোনও ক্ষোভ নেই! সন্দেশখালিতে গিয়ে সংশয় কাটলো তৃণমূল নেতৃত্বের

 উত্তর ২৪ পরগনা, ২৪ জানুয়ারি: তৃণমূলের স্থানীয় ওপর ক্ষুব্ধ, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) নিয়ে কোনও ক্ষোভ নেই। নির্বাচনের আগে গ্রামবাসীদের মন বুঝতেই কি সন্দেশখালি (Sandeshkhali) গিয়েছিলেন মন্ত্রী পার্থ ভৌমিক (Partha Bhowmick) এবং সুজিত বোস (Sujit Bose)? গ্রামবাসীদের সমস্যা, শেখ শাহজাহান কেন অধরা সেই নিয়ে তাঁদের কোনও প্রতিক্রিয়া নেই।

শনিবার সন্দেশখালি পরিদর্শনে গিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন দুই মন্ত্রী। তারপরে পার্থ ভৌমিকের সাফাই, যাদের জমি নিয়ে ভেরি বাননো হয়েছে সেগুলি ফেরত দেওয়া হবে। ডিএম অফিসে আবেদন করলেই ব্যবস্থা নেওয়া হবে। আর যারা অভিযুক্ত তাঁদের নাকি গ্রেফতার করা হয়েছে। কিন্তু মূল মাথা, অর্থাৎ শেখ শাহজাহান সে এখনও পলাতক। সেই নিয়ে কোনও মন্তব্য নেই মন্ত্রীর মুখে। পাশাপাশি গ্রামের নারীদের ওপর যে অত্যাচার চলেছিল সেই প্রসঙ্গ নিয়েও কোনও মন্তব্য নেই।

তবে এই পরিদর্শনের পর তাৎপর্যপূর্ণভাবে পার্থ ভৌমিক বলে বসেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর গ্রামবাসীর ক্ষোভ নেই। শুধুমাত্র স্থানীয় কিছু নেতাকে নিয়েই তাঁরা ক্ষুব্ধ। তাহলে প্রশ্ন উঠছে, নির্বাচনের আগে দুই মন্ত্রী কি শুধু এটাই দেখতে গিয়েছিলেন যে দলের এবং শীর্ষ নেতৃত্বে ভাবমূর্তি গ্রামবাসীদের কাছে কেমন রয়েছে?