Cut Money Row : কাটমানি ইস্যুতে উত্তাল শিলিগুড়ি, তৃণমূল কাউন্সিলর রঞ্জন শীল শর্মার বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ

পুলিস ঘটনাস্থলে পৌঁছললে বিক্ষোভ আরও বাড়ে। রাস্তায় টায়ার জ্বালিয়ে দেন বিক্ষোভকারীরা।

কাটমানি নিয়ে বিক্ষোভ( Photo Credits-ANI)

কলকাতা,৩ জুলাই, ২০১৯: ফের কাটমানি (Cut Money) ইস্যুতে বিক্ষোভ রাজ্যে। এবার ঘটনাস্থল শিলিগুড়ি(Siliguri)। শহরের ৩৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রঞ্জন শীল শর্মার বিরুদ্ধে কাট মানি নেওয়ার প্রতিবাদে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয় বাসিন্দারা। দোকান বন্ধ করে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা।

পুলিস ঘটনাস্থলে পৌঁছললে বিক্ষোভ আরও বাড়ে। রাস্তায় টায়ার জ্বালিয়ে দেন বিক্ষোভকারীরা। উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। যদিও কাটমানি ইস্যুতে বিক্ষোভ এই প্রথম নয় এর আগেও রাজ্যের একাধিক জায়গায় কাটমানি নিয়ে বিক্ষোভ দেখা দিয়েছে। আরও পড়ুন,রেলস্টেশনেই সন্তানের জন্ম দিলেন মহিলা যাত্রী, প্ল্যাটফর্মেই 'এক টাকার ক্লিনিকে' জন্ম নিল পুত্র সন্তান

দলেন নেতাদের কাটমানি ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী। এই নিয়ে অভিযোগ জানাতে নবান্নে একটি  হেল্পনাইন নম্বরও চালু করেন তিনি। গতকাল লোকসভায় কাটমানি ইস্যুতে উত্তাল হয়েছিল লোকসভা।

 



@endif