Pallabi Chatterjee Covid Positive: করোনা আক্রান্ত অভিনেত্রী পল্লবী চট্টোপাধ্যায়, বাড়িতেই আইসোলেশনে রয়েছেন

করোনাভাইরাসে (Covid-19) আক্রান্ত অভিনেত্রী পল্লবী চট্টোপাধ্যায় (Pallabi Chatterjee)। জানা গিয়েছে, তাঁর হালকা উপসর্গ রয়েছে। বাড়িতেই আইসোলেশনে রয়েছেন। করোনা আক্রান্ত হন পল্লবীর দাদা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও (Prosenjit Chatterjee)। গত বুধবার করোনা আক্রান্ত হওয়ার কথা জানান অভিনেতা। টুইট তিনি লেখেন, "দুর্ভাগ্যজনক ভাবে আমি কোভিড পজিটিভ। চিকিৎসকের সঙ্গে আলোচনা করে আপাতত বাড়িতেই আইসোলেশনে রয়েছি। আশা করছি, খুব তাড়াতাড়ি সেরে উঠব।"

Pallabi Chatterjee (Photo: FB)

কলকাতা, ১৬ জানুয়ারি: করোনাভাইরাসে (Covid-19) আক্রান্ত অভিনেত্রী পল্লবী চট্টোপাধ্যায় (Pallabi Chatterjee)। জানা গিয়েছে, তাঁর হালকা উপসর্গ রয়েছে। বাড়িতেই আইসোলেশনে রয়েছেন। করোনা আক্রান্ত হন পল্লবীর দাদা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও (Prosenjit Chatterjee)। গত বুধবার করোনা আক্রান্ত হওয়ার কথা জানান অভিনেতা। টুইট তিনি লেখেন, "দুর্ভাগ্যজনক ভাবে আমি কোভিড পজিটিভ। চিকিৎসকের সঙ্গে আলোচনা করে আপাতত বাড়িতেই আইসোলেশনে রয়েছি। আশা করছি, খুব তাড়াতাড়ি সেরে উঠব।"

প্রসেনজিৎ, পল্লবী ছাড়াও টলিউডের একাধিক মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। করোনা আক্রান্ত হয়েছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। এছাড়াও, করোনায় আক্রান্ত হয়েছেন সংগীত শিল্পী রূপম ইসলাম। তাঁর স্ত্রী এবং ছেলেও কোভিড পজিটিভ। আরও পড়ুন: West Bengal Weather Update: মেঘ-বৃষ্টির খেলা শেষে ফের নামল তাপমাত্রার পারদ

এর আগে করোনা আক্রান্ত হয়েছিলেন অভিনেতা দেব, পরমব্রত চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, রাজ চক্রবর্তী, অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়, মিমি চক্রবর্তী-সহ টলিউডের একঝাঁক তারকা।