R G Kar Case: আরজি কর কাণ্ডে নিয়ম ভেঙেই ছাত্রীদের পাশে তারাসুন্দরী বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা

‘নিজেদের অধিকারের জন্য যে কোনও ভিক্টিমের পাশে দাঁড়াও, না-হলে তুমিও তোমার অধিকার পাবে না।’

Mass Movement of Students (Photo Credit: X)

কলকাতা: তিলোত্তমার বিচারের দাবিতে হাওড়ার (Howrah) তারাসুন্দরী বালিকা বিদ্যাভবনের ছাত্রীদের পাশে দাঁড়ালেন প্রধান শিক্ষিকা। গত মঙ্গলবার স্কুলের নবম ও দ্বাদশের পড়ুয়াদের নিয়ে তিনি মিছিল করেন। প্রধান শিক্ষিকা জানান, পড়ুয়ারা বিচারের দাবিতে মিছিল করতে মরিয়া হয়ে উঠেছিল। ৪৫০ জন ছাত্রী লিখিত আবেদন করে জানায় তারা আর জি করের ঘটনার প্রতিবাদ করতে চাইছে। ছাত্রীদের আবেদনে সাড়া দিয়ে তিনি স্থানীয় থানায় মিছিলের আবেদন করেন, কিন্তু সে আবেদন মঞ্জুর হয়নি। তবে উৎসাহী ছাত্রীদের নিরাশ না করে তিনি তাঁদের পাশে দাঁড়ান। মিছিলের দিন স্কুলের মাঠে দাঁড়িয়ে ছাত্রীদের উদ্দেশে তাঁর বক্তব্য সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে।

কী বললেন তিনি দেখুন-

 

প্রধান শিক্ষিকা মোনালিসা মাইতি রবিবার জানিয়েছেন, ‘অনেকে আশঙ্কা করলেও আমায় এখনও কোনও শো-কজ চিঠি ধরানো হয়নি। পেলে আমি নিজের মতো করেই উত্তর দেব। এমন গণআন্দোলন নিছকই শো-কজ, বদলি করে থামানো যাবে না।’