প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Photo Credits: ANI)

কলকাতা, ১০ জানুয়ারি: দ্বিতীয়বার ক্ষমতায় এসে এই প্রথম রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)। আর প্রধানমন্ত্রীর চেয়ার বসার পর এই প্রথম কলকাতায় রাত কাটাবেন তিনি। এদি সংশোধিত নাগরিকত্ব আইন, এনআরসি এনপিআর ও আরও বেশকিছু ইস্যুকে সামনে রেখে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভে ফুটছে শহর। তাই তিনি যখন বেলুড়মঠের উদ্দেশে রওনা হবেন পথে কালো পতাকা থেকে গো-ব্যাক স্লোগান কিছুই বাদ যাবে না। এই আশঙ্কা করে এসপিজি তাঁর যাত্রাপথকে নিষ্কণ্টক করতে অভিনব ভাবনা ভেবে রেখেছে। পোর্ট ট্রাস্টের অত্যন্ত পুরোনো ও অত্যন্ত জনপ্রিয় ক্রুজ এমভি রিভেইরা-চড়ে বেলুড় মঠে আসবেন প্রধানমন্ত্রী। ৫০ আসনের বাতানুকূল এই ক্রুজে আলাদা করে ডাইনিং হল রয়েছে। লবিতে বসে গঙ্গার সৌন্দর্য উপভোগ করতে করতে বেলুড়ে (Belur Math) পৌঁছাতে পারেন প্রধানমন্ত্রী, এমন সিদ্ধান্ত পাকা হয়ে গিয়েছে। তারজন্য ক্রুজের নিরাপত্তা খতিয়ে দেখছে এসপিজি।এমন

যেহেতু প্রধানমন্ত্রীর গন্তব্যের মধ্যে রয়েছে মিলেনিয়াম পার্ক, তাই তার জেটিঘাট কার্যত ঢেলে সাজানো হচ্ছে। ক্রুজের প্রবেশ পথে নতুন করে কাঠের পাটাতন বসা হয়েছে। মিলেনিয়াম পার্কের অনুষ্ঠান শেষে ১০ মিনিটে বেলুরমঠে যাবেন। গোটা মিলেনিয়াম পার্ক এখন সংরক্ষিত। কেউ প্রবেশ করতে পারবেন না। আরও পড়ুন-Narendra Modi: আজ কলকাতা সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিক্ষোভের আশঙ্কায় আঁটোসাঁটো নিরাপত্তা

পোর্ট ট্রাস্টের ১৫০-তম বর্ষপূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ করা হয়েছে। দুদিনের সফরে ১১ তারিখ পাঁচটায় কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী। পৌঁনে ছটা নাগাদ তিনি যাবেন ওল্ড কারেন্সি ভবনে। সাতটায় মিলেনিয়াম পার্ক থেকে হাওড়া ব্রিজের নতুন লাইট অ্যান্ড সাউন্ডের সূচনা করবেন প্রধানমন্ত্রী। পৌঁনে আটটা নাগাদ সেখান থেকেই ক্রুজে চড়ে বেলুরমঠের উদ্দেশে রওনা হবে নরেন্দ্র মোদি। সাড়ে আটটায় রাজভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নৈশভোজের আমন্ত্রণ জানিয়েছেন রাজ্যপাল। রাতে রাজভবনেই থাকছেন তিনি। ১২ তারিখ সকাল ১১টায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পোর্ট ট্রাস্টের অনুষ্ঠান রয়েছে। অনুষ্ঠান শেষে একটা বেজে ৪৫ মিনিটে দিল্লির উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর যখন কলকাতায় আসছেন নরেন্দ্র মোদি, তখন সিএএ, এনআরসি ইস্যুতে শহর উত্তাল। বাম ও কংগ্রেসের তরফে থেকে কালো পতাকা দেখানো হবে, উঠবে গো-ব্যাক স্লোগান। ফলে মোদির সফর ঘিরে শহরে ফের উত্তেজনা বাড়ার সম্ভাবনা প্রবল।


আপনি এটাও পছন্দ করতে পারেন

PM Narendra Modi: লোকসভা নির্বাচনের ফলাফলের আগেই সক্রিয় মোদী, আজ ৭ টি বৈঠক, কী-কি আলোচনা হবে?

Exit Poll 2024 West Bengal: বাংলায় মোদী ঝড়ে ধরাশায়ী হবেন মমতা! ইঙ্গিত বেশীরভাগ এক্সিট পোলে, জানুন কে কটা আসন পেতে পারে

Lok Sabha Elections 2024 WB Exit Poll: বাংলায় কে কটা আসন পেতে পারে, এক্সিট পোলের বাইরে দলগুলির অন্দরের হিসেব কী বলছে

Varanasi Lok Sabha: প্রধানমন্ত্রী মোদীর কেন্দ্রে বিজেপির বিরুদ্ধে ভোটে রিগিংয়ের অভিযোগ, ইভিএমে কংগ্রেসের বোতামে লাগানো টেপ!

Abhishek Banerjee: ধ্যান করার হলে ঘরে করুক, মানুষের টাকা নষ্ট করে মিডিয়ার নজরে এসে কী লাভ? মোদীর ধ্যান নিয়ে মন্তব্য অভিষেকের

Ravi Kishan: মোদী ধ্যানে বসেছেন এবার আর তাপপ্রবাহ হবে না, দাবি বিজেপির তারকা সাংসদ রবি কিষাণের

Lok Sabha Elections 2024: '২০১১ সাল থেকে ভোট দিতে পারিনি', শেষ দফার নির্বাচনে ভোট দিয়ে বললেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র

Mallikarjun Kharge: গুজরাটের হয়ে প্রধানমন্ত্রী মোদী গান্ধীজির প্রচারের জন্য কী করেছে? প্রশ্ন মল্লিকার্জুন খাড়গের