BJP Brigade Rally LIVE: এবার জোরসে ছাপ, টিএমসি সাফ: নরেন্দ্র মোদি

আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi) ব্রিগেড সমাবেশ (Brigade Meeting)। ওই সমাবেশ মঞ্চ থাকবেন অভিনেতা মিঠুন চক্রবর্তী (Actor Mithun Chakraborty)। মিঠুনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনাও রয়েছে। সকাল ১১টা ২০ মিনিটে দিল্লি থেকে বিমানে কলকাতার উদ্দেশে রওনা দেবেন নরেন্দ্র মোদি।কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন দুপুর ১টা ২০ মিনিটে।১টা ২৫ মিনিটে কলকাতা বিমানবন্দর থেকে কপ্টারে রওনা দেবেন তিনি।১টা ৪৫ মিনিটে নামবেন রেসকোর্সের হেলিপ্যাড ময়দানে।দুপুর ২টো নাগাদ পৌঁছবেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে।ব্রিগেড কর্মসূচি সেরে বিকেল ৩টে ৪৫ মিনিটে আবার কলকাতা বিমানবন্দর। সেখান থেকে যাবেন দিল্লি।

কলকাতা, ৭ মার্চ: আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi) ব্রিগেড সমাবেশ (Brigade Meeting)। ওই সমাবেশ মঞ্চ রয়েছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী (Actor Mithun Chakraborty)। মিঠুনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনাও রয়েছে।

লাইভ আপডেট:

মোদির বক্তব্য:

 

 

ব্রিগেড সভাস্থলে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

'নরেন্দ্র মোদি স্বাগতম' স্লোগানে স্বাগত জানানো হল প্রধানমন্ত্রীকে।

রেসকোর্স পৌঁছল নরেন্দ্র মোদির কপ্টার।

কলকাতায় নেমে টুইট প্রধানমন্ত্রীর:

আজকের দিনটা স্বপ্নের মতো। মান্যবর নরেন্দ্র মোদি এখানে আসছে, এটা স্বপ্ন নয়তো কি! আমি গরিবদের জন্য কিছু করার স্বপ্ন দেখেছিলাম ১৮ বছর বয়সে। আজ সেই স্বপ্ন আমি সফল হতে দেখতে পাচ্ছি। আমি বাঙালি, গর্বিত বাঙালি। দেশবন্ধু চিত্তরঞ্জন, রাণী রাসমণি, বিদ্যাসাগর এরা আসল বাঙালি। 'মারব এখানে, লাশ পড়বে শ্মশানে', আওড়ালেন তা নয়, 'আমি জলঢোরাও নই, বালিবোড়াও নই, আমি জাত গোখরো, এক ছোবলেই ছবি', লক্ষ লক্ষ জনতার মন জিতলেন মিঠুন চক্রবর্তী।

ব্রিগেডের মঞ্চে শুভেন্দু অধিকারীর দাবি, ‘এরা ফিরে এলে পশ্চিমবঙ্গ কাশ্মীর হবে যাঁদের মেরুদণ্ড আছে, তাঁরা ওই দলে থাকতে পারবেন না। মিঠুনদা ব্রিগেডে এসেছেন, আগামী প্রজন্মের ধ্বংস হওয়া আটকাতে। জনগণের দ্বারা পরীক্ষিতরা এসেছেন আজকের ব্রিগেডে’। 

কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখান থেকে কপ্টারে আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছবেন রেসকোর্স। সেখান থেকে আসবেন ব্রিগেড সভামঞ্চে।

 

বিজেপিতে যোগ দিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। কৈলাস বিজয়বর্গীয় ও মুকুল রায়ের হাত থেকে তুলে নেন বিজেপির দলীয় পতাকা।

ব্রিগডে পৌঁছলেন দীনেশ ত্রিবেদী

ব্রিগডে পৌঁছলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ

ব্রিগডে পৌঁছলেন মিঠুন চক্রবর্তী

ব্রিগেডে মোদির সঙ্গে মূল মঞ্চে থাকবেন মিঠুন চক্রবর্তী, বাবুল সুপ্রিয়, দিলীপ ঘোষ, মুকুল রায়, কৈলাস বিজয়বর্গীয়, রাহুল সিনহা

ব্রিগেডের পথে মিঠুন চক্রবর্তী। পরনে ধুতি পাঞ্জাবি। তাঁর গাড়ি ঘিরে উচ্ছ্বাস বিজেপি কর্মী-সমর্থকদের।

আজ মোদির ব্রিগেডে থাকবেন মিঠুন চক্রবর্তী। রাতেই কলকাতায় এসেই বেলগাছিয়ায় বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়ের সঙ্গে বৈঠক করেন তিনি।

দূর-দূরান্তের জেলা থেকে কলকাতায় বিজেপি কর্মীরা।