Coronavirus Effect in Kolkata: হিন্দু হোস্টেল খালি করার নির্দেশ প্রেসিডেন্সি কর্তৃপক্ষর, আন্দোলনে অনড় পড়ুয়ারা
করোনাভাইরাসের (Coronvirus) সংক্রমণ প্রতিরোধ করতে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় (Presidency University) কর্তৃপক্ষ ইতিমধ্যেই হিন্দু হস্টেলের (Hindu Hostel) আবাসিকদের হস্টেল খালি করার ঘোষণা করেন। তবে অধিকাংশ আবাসিক জানিয়েছে, তাঁরা হস্টেল খালি করতে ইচ্ছুক নন। হস্টেলের দাবিদাওয়া নিয়ে চলা আন্দোলনের সমাধান হোক বিশ্ববিদ্যালয় বন্ধ হওয়ার আগেই। পড়ুয়ারা আরও জানান, করোনা-আতঙ্ক নিয়ে বর্তমানে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাতে আবাসিকদের কথা ভেবে কর্তৃপক্ষের আরও মানবিক এবং তৎপর হয়ে সমস্যার সমাধান যত দ্রুত সম্ভব করা দরকার।
কলকাতা, ১৬ মার্চ: করোনাভাইরাসের (Coronvirus) সংক্রমণ প্রতিরোধ করতে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় (Presidency University) কর্তৃপক্ষ ইতিমধ্যেই হিন্দু হস্টেলের (Hindu Hostel) আবাসিকদের হস্টেল খালি করার ঘোষণা করেন। তবে অধিকাংশ আবাসিক জানিয়েছে, তাঁরা হস্টেল খালি করতে ইচ্ছুক নন। হস্টেলের দাবিদাওয়া নিয়ে চলা আন্দোলনের সমাধান হোক বিশ্ববিদ্যালয় বন্ধ হওয়ার আগেই। পড়ুয়ারা আরও জানান, করোনা-আতঙ্ক নিয়ে বর্তমানে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাতে আবাসিকদের কথা ভেবে কর্তৃপক্ষের আরও মানবিক এবং তৎপর হয়ে সমস্যার সমাধান যত দ্রুত সম্ভব করা দরকার।
আনন্দবাজার পত্রিকার খবর অনুযায়ী, এক আন্দোলনকারী পড়ুয়া রবিবার জানান, ‘‘প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ডিন অব স্টুডেন্টস অরুণকুমার মাইতির তরফে শনিবার একটি নোটিস আসে। তাতে লেখা ছিল, আগামী ১৬ মার্চের মধ্যে হিন্দু হস্টেল খালি করতে হবে। কিন্তু অধিকাংশ আবাসিকই হস্টেল ফাঁকা করতে চাইছেন না।’’ আবাসিকেরা জানাচ্ছেন, গত ৫৫ দিন ধরে তাঁরা যে সব দাবি নিয়ে আন্দোলন চালাচ্ছেন সেগুলির প্রায় কোনওটিই পূরণ হয়নি। এই অবস্থায় আন্দোলন বন্ধ করে অনেকেই বাড়ি ফিরতে চাইছেন না। প্রয়োজন হলে ছুটির মধ্যে আন্দোলন চালিয়ে যাবেন বলেও জানিয়ে দিয়েছেন তাঁরা।
আরও পড়ুন, কমিশনই ঠিক করবে কলকাতায় কবে পুর নির্বাচন হবে, টুইট বার্তায় জানালেন রাজ্যপাল জগদীপ ধনখড়
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আগামী ১৫ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। বন্ধ হতে চলেছে বিধানসভা অধিবেশন। বন্ধ হতে পারে সিনেমা হল। সমস্ত জমায়েত এড়ানোর জন্য বাড়ি থেকে কাজের নির্দেশ দেওয়া হয়। শপিং মল থেকে দর্শনীয় স্থান সব জায়গাই বন্ধ রাখা হবে পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত। স্থগিত হয় পুরভোট।