Prashant Kishor To Get Z-category security: প্রশান্ত কিশোরকে Z ক্যাটেগরির নিরাপত্তা দেবে মমতা ব্যানার্জির সরকার

ভারতীয় রাজনীতিতে প্রশান্ত কিশোর (Prashant Kishor) নামটা এখন একটা এক্স ফ্যাক্টর। তিনি যেখানেই হাত রাখছেন, সেখানেই যেন সোনা ফলছে। তাঁর হাতযশে ভূক্তভোগী হতে হচ্ছে কেন্দ্রের শাসকদল বিজেপিকে। দিল্লি যার সাম্প্রতিকতম উদাহরণ। পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেসের (TMC) কৌশলও তৈরি করছেন তিনি। আর এই পশ্চিমবঙ্গে ২০২১-এ ক্ষমতা দখলের ছক কষছে বিজেপি। এমন পরিস্থিতিতে প্রশান্ত কিশোরের নিরাপত্তা নিয়ে কোনও অনিশ্চয়তা রাখতে চায় না রাজ্য সরকার। তাই এবার পিকে-কে Z ক্যাটেগরির নিরাপত্তা (Z-category security) দিতে উদ্যোগী হল রাজ্য সরকার।

মমতাকে পরামর্শ প্রশান্ত কিশোরের। (Photo Credits: PTI)

কলকাতা, ১৭ ফেব্রুয়ারি: ভারতীয় রাজনীতিতে প্রশান্ত কিশোর (Prashant Kishor) নামটা এখন একটা এক্স ফ্যাক্টর। তিনি যেখানেই হাত রাখছেন, সেখানেই যেন সোনা ফলছে। তাঁর হাতযশে ভূক্তভোগী হতে হচ্ছে কেন্দ্রের শাসকদল বিজেপিকে। দিল্লি যার সাম্প্রতিকতম উদাহরণ। পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেসের (TMC) কৌশলও তৈরি করছেন তিনি। আর এই পশ্চিমবঙ্গে ২০২১-এ ক্ষমতা দখলের ছক কষছে বিজেপি। এমন পরিস্থিতিতে প্রশান্ত কিশোরের নিরাপত্তা নিয়ে কোনও অনিশ্চয়তা রাখতে চায় না রাজ্য সরকার। তাই এবার পিকে-কে Z ক্যাটেগরির নিরাপত্তা (Z-category security) দিতে উদ্যোগী হল রাজ্য সরকার।

তবে নবান্ন সূত্রে খবর, গোটা দেশজুড়ে প্রশান্ত কিশোর যেভাবে সাফল্য পাচ্ছেন, তাতে তাঁকে ঘিরে নতুন সমীকরণ তৈরি হয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে তাঁর ওপর হামলা হওয়ার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না গোয়েন্দারা (Intelligence)। তাই প্রশান্ত কিশোরের নিরাপত্তা নিয়ে যাতে কোনও আপোষ না করা হয়, তেমনই নির্দেশ জারি হয়েছে নবান্নের তরফে। টাইমস নাও-এর খবর অনুযায়ী জানা গিয়েছে, Z ক্যাটেগরির নিয়ম অনুযায়ীই তাঁর কনভয়ে নিরাপত্তা প্রদান করা হবে। পুলিশ ও প্রশাসনিক সূত্রে খবর, গত ২ ফেব্রুয়ারি এ নিয়ে নির্দেশিকা জারি করা হয়েছে। আরও পড়ুন: Uttar Pradesh Shocker: ৫ মাসের শিশুকে ধর্ষণ করে পলাতক সাবালক আত্মীয়

উল্লেখ্য, গত লোকসভা ভোটে রাজ্যে তৃণমূলকে প্রবল চাপে ফেলে ১৮ আসন জিতে ব্যাপক উত্থান ঘটিয়েছে বিজেপি। সেই সূত্রেই ২০২১ সালে এ রাজ্যে ক্ষমতা দখলের জন্য এখন থেকেই রণকৌশল তৈরি করছে তারা। আর সেখানেই বাধা হয়ে উঠেছেন প্রশান্ত কিশোর। লোকসভায় (General Elections 2019) ভরাডুবির পর প্রশান্ত কিশোরকে ভোট কৌশলী হিসেবে নিয়োগ করে তৃণমূল।