Porn Racket in Kolkata: সল্টলেক চত্বরে পর্নোগ্রাফির ব্যবসা, গ্রেফতার হোটেল ম্যানেজার 

প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

কলকাতা, ৫ ফেব্রুয়ারিঃ কলকাতার বুকে সল্টলেক চত্বরে দেদার চলছে পর্নোগ্রাফির ব্যবসা (Porn Racket in Kolkata)। সাধারণ মানুষের চোখে ধুলো দিয়ে সল্টলেকের (Salt Lake) এক অতিথিশালায় চলত পর্নোগ্রাফির ব্যবসা। যুবক যুবতীদের দিয়ে অশ্লীল ভিডিয়ো তৈরি করে বাংলাদেশের পর্নোগ্রাফি সাইটে ছেড়ে ব্যবসা করতেন ওই হোটেলের ম্যানেজার। শুক্রবার হোটেল ম্যনেজারকে গ্রেফতার করেছে বিধাননগর থানার পুলিশ।

অভিযুক্ত হোটেল ম্যানেজারের নাম নারায়ণ দাস। এক মহিলা নারায়ণের বিরুদ্ধে পর্নোগ্রাফির ব্যবসা চালানোর অভিযোগ এনেছিলেন (Porn Racket in Kolkata)। লিখিত মামলাও দায়ের করেছিলেন ম্যানেজারের বিরুদ্ধে। মহিলার অভিযোগ ছিল, ওই হোটেল ম্যানেজার নারায়ণ দাস এবং তাঁর কয়েকজন সহকর্মী মিলে তাঁকে অশ্লীল ভিডিয়ো তৈরির জন্যে বহু তোষামদ করেছিলেন। তাঁকে এও বলা হয়েছিল এইসকল ভিডিয়ো দেশের মধ্যে দেখানো হবে না। ভারতের বাইরের পর্নোগ্রাফি সাইট গুলোতে চালানো হবে তা। কিন্তু অশ্লীল ভিডিয়ো তৈরিতে রাজি হননি মহিলা।

এরপর মতিগতি সুবিধার না বুঝে তিনি পুলিশের দারস্ত হন। হোটেল ম্যানেজার নারায়ণ দাসের নামে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। তাঁর অভিযোগের ভিত্তিতেই পূর্ব বিধাননগর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেন। অবশেষ গত শুক্রবার হোটেল ম্যানেজার নারায়ণ দাসকে গ্রেফতার করা হয়। ভারতীয় দণ্ড বিধির অধীনে একাধিক ধারা চাপানো হয় অভিযুক্ত হোটেল ম্যানেজারের বিরুদ্ধে (Porn Racket in Kolkata)।